সুপার কাপ খেলা এই তারকাকে দলে টানল কম্বোডিয়ার ক্লাব

kerala-blasters-super-cup-star-joins-cambodian-club

পুরনো সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো খেলোয়ারদের প্রস্তুত করেছিলেন ডেভিড কাতলা। এক্ষেত্রে তাঁর পছন্দকে গুরুত্ব দিয়েই খেলোয়াড়দের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি চয়নে ও থেকেছিল চমক। তাঁদের নিয়েই এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেইমতো এবারের কলিঙ্গ সুপার কাপে অনবদ্য শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব তথা রাজস্থান ইউনাইটেডকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। সেই ধারা বজায় রেখেই পরবর্তীতে গোয়ার বুকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল কেরালা।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টুর্নামেন্টের নবাগত ফুটবল ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কোরো সিংরা। টমাস টর্চজের ছেলেরা দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করার পরিকল্পনা রাখলে ও খুব একটা সুবিধা করতে পারেনি।
যারফলে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল কেরালা ব্লাস্টার্স। এক্ষেত্রে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পেট্র ক্র্যাটকির দলের সঙ্গে ড্র করলেই নিশ্চিত হয়ে যেত সেমিফাইনালের টিকিট। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকেনি তাঁদের।
নিজেদের দলের ফুটবলারের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে।

   

তবুও দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা রয়েছে তাঁদের। কিন্তু গত বেশ কয়েক মাস ধরেই ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। স্বাভাবিকভাবেই নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের আভাস পেয়ে দল ছাড়তে শুরু করেছিলেন আইএসএল খেলা একাধিক ফুটবলার। যার মধ্যে বাদ যায়নি কেরালার তারকারা। ইতিমধ্যেই লোন চুক্তির মধ্য দিয়ে অন্যত্র যোগদান করেছেন আদ্রিয়ান লুনা। এছাড়াও দল ছেড়েছেন নোয়া সাদাউ থেকে শুরু করে টিয়াগো আলভেজের মতো ফুটবলাররা। একটা সময় শোনা যাচ্ছিল যে ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাবেই হয়তো যোগদান করবেন এই হাইপ্রোফাইল তারকা।

তবে শেষ পর্যন্ত কম্বোডিয়ার লিগের ফুটবল ক্লাব সভে রিয়েং এফসির হয়ে খেলতে চলেছেন এবারের সুপার কাপ খেলা এই ফুটবলার। গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে এই ফুটবল দল। কেরালা ব্লাস্টার্সের পর এবার এই নয়া দলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন