ডায়মন্ড হারবারে যোগদান করলেন কেরালার এই গোলরক্ষক

শেষ কয়েক বছর ধরে ব্যাপক ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনার দায়িত্ব গ্রহণের পর থেকেই এক আলাদা ছন্দে…

Kerala Blasters Goalkeeper Mohammed Arbaz Joins Diamond Harbour FC on Loan for 2025 Season

শেষ কয়েক বছর ধরে ব্যাপক ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনার দায়িত্ব গ্রহণের পর থেকেই এক আলাদা ছন্দে ধরা দিয়েছে এই ফুটবল দল। গত সিজনে তৃতীয় ডিভিশনের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আইলিগে ও চূড়ান্ত সাফল্য পেয়েছিল বাংলার এই ফুটবল ক্লাব। সেই সুবাদে এবার প্রথম ডিভিশন আইলিগ খেলার ছাড়পত্র এসেছে তাঁদের হাতে। কিন্তু সেখানেই শেষ নয়। এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও অংশ নিয়েছে নরহরি শ্রেষ্ঠারা। যেখানে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল কিবু ভিকুনার ছেলেরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বিএসএফ ফুটবল দলের বিপক্ষে এসেছিল বিরাট ব্যবধানে জয়। পরবর্তীতে সেই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী প্রধান তথা গতবারের আইএসএল শিল্ড ও লিগ কাপ জয়ী মোহনবাগানের বিপক্ষে খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার। কিন্তু শেষ পর্যন্ত বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তাঁদের। যারফলে স্বাভাবিকভাবেই তাঁদের কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা।

   

কিন্তু শেষ পর্যন্ত গোল পার্থক্যের মধ্যে দিয়েই পরবর্তী রাউন্ডে উঠে এসেছিল এই ফুটবল ক্লাব। সেখানে স্টিফেন ডায়াসের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে খুব সহজেই আসে জয়। যারফলে অনায়াসেই দল স্থান করে নেয় সেমিফাইনালে। বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে লুকা মাজসেনরা। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গলের সঙ্গে। সেই ম্যাচের দিকেই এখন নজর রয়েছে সকল ফুটবলপ্রেমীদের। তবে এসবের মাঝেই এবার উঠে আসলো নয়া তথ্য।

Advertisements

লোন চুক্তির মধ্য দিয়ে এবার কেরালা ব্লাস্টার্স থেকে ডায়মন্ড হারবার এফসিতে যোগদান করলেন গোলরক্ষক মহম্মদ আরবাজ (Mohammed Arbaz)। গত সিজনে দক্ষিণের এই ফুটবল ক্লাব থেকে লোনের মধ্যে দিয়ে রিয়াল কাশ্মীরে খেলেছিলেন এই ফুটবলার। এবার বাংলার এই ফুটবল ক্লাবে খেলতে গেলেন বছর কুড়ির এই ভারতীয় গোলরক্ষক। কিছু ঘন্টা আগেই ক্লাবের তরফে জানানো হয়েছে তাঁর অন্যত্র যোগদানের বিষয়টি।