রবিবাসরীয় বিকেলে জুনিয়র ডাক্তারদের মিছিলে ফের উত্তাল কলকাতা

আজ রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর আবার পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। আজ সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন অভিযানে পা মিলিয়েছে তারা। এই মিছিলের…

short-samachar

আজ রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর আবার পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। আজ সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন অভিযানে পা মিলিয়েছে তারা। এই মিছিলের মূল স্লোগান ‘আর্জি নয়, দাবী কর।’ এই মিছিলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে পাঁচ দফা দাবি, তা পূরণের কথাই বলা হয়েছে।

   

সন্দীপ-অভিজিতের ‘বৃহত্তর-ষড়যন্ত্রে’ রয়েছে, আদালতে দাবি সিবিআইয়ের

ইতিমধ্যে বৃষ্টি মাথায় নিয়েই এই মহামিছিল শুরু হয়ে গেছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি। সেই শুনানির দিন পরিস্থিতির উপর চাপ বাড়াতেই জুনিয়র ডাক্তাররা পথে নেমেছে আজ। বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। তাদের বার্তায় উঠে এসেছে প্রমাণ লোপাট ও নির্যাতিতার তড়িঘড়ি ময়নাতদন্তের কথা। তাছাড়াও আজ প্রতিবাদ করতে পথে নেমেছে ক্যালকাটা গালর্স স্কুলের প্রাক্তনীরা। শহরের অন্যপ্রান্তে মিছিলে নেমেছেন পুরুলিয়া আর্মি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

বৈঠকের ভিডিও রেকর্ডিং হবে, বললেন মুখ্যমন্ত্রী!

গতকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠক করতে গিয়েছিল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। কিন্তু লাইভ স্ট্রিমিং না হওয়ায় সেই বৈঠকে বাধে বিপত্তি। পরবর্তীকালে আন্দোলনকারীরা সরকারের সব শর্ত মেনে নিলেও মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বৈঠক না করেই বেরিয়ে যান সরকারি আধিকারিকেরা।