Ukraine War: জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত: জো বাইডেন

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলির সংগঠন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে উপর…

Ukraine War: জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত: জো বাইডেন

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলির সংগঠন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে উপর রুশ হামলার (Ukraine War) প্রে়ক্ষিতে তিনি একথা বলেন।

ইউক্রেনের পূর্ব সীমান্তে লাগাতার হামলা করছে রাশিয়া। সেই সীমান্তবর্তী এলাকার দেশগুলিতে সফর করছেন বাইডেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি তোলা হয়েছিলো বলে জানিয়েছেন তিনি।

রাশিয়াকে জি-২০ থেকে সরিয়ে দেওয়া উচিত কি না প্রশ্ন করা হলে জো বাইডেন বলেন, আমার উত্তর হ্যাঁ, জি-২০ এর ওপর নির্ভর করছে।

Advertisements

রয়টার্স জানাচ্ছে ইউক্রেনে সেনা অভিযান চালানোর কারণে জি-২০ থেকে রাশিয়াকে বের দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলি সম্ভাব্য পদক্ষেপের কথা চিন্তা করছে।

বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এদের নিয়ে জি ২০ গঠিত। জলবায়ু পরিবর্তন ও উন্নয়নসহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়াই এই গোষ্ঠীর লক্ষ্য।