পাহাড় থেকে গড়িয়ে গেল জিপ, মর্মান্তিক মৃত্যু ৮ জনের

মর্মান্তিক দুর্ঘটনা নেপালে। শনিবার সকালে মধ্য-পশ্চিম নেপালের পিউথান জেলায় একটি জিপ পাহাড় থেকে পড়ে যাওয়ার জেরে আটজনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মারা যান…

মর্মান্তিক দুর্ঘটনা নেপালে। শনিবার সকালে মধ্য-পশ্চিম নেপালের পিউথান জেলায় একটি জিপ পাহাড় থেকে পড়ে যাওয়ার জেরে আটজনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মারা যান ৬ জন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন এবং পুলিশ জানিয়েছে, তাদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

   

জানা গিয়েছে, জিপটি নও বাহিনি ভিলেজ কাউন্সিল থেকে লিওয়াং-এর গৌমুখী গ্রাম পরিষদের দিকে যাচ্ছিল।এক পুলিশ কর্তা বলেন, “ঘটনাস্থলেই ৬ জন মারা যান এবং ২ জন জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিপটি বরের বাড়ির দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এবং স্থানীয় সময় ভোর ৩টার দিকে (স্থানীয় সময়) ঘটনাটি ঘটে।” যদিও এই গাড়ির মধ্যে কারা কারা ছিলেন সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ। 

Advertisements

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News