জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ‘নিহত’, প্রকাশ্যে গুলি

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয় প্রকাশ্যে। জাপানের নারা শহরে তাঁর ওপর হামলা চালানো হয়৷ বুকে গুলি লাগে তাঁর৷ গুলির আঘাত লাগার পরেই…

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয় প্রকাশ্যে। জাপানের নারা শহরে তাঁর ওপর হামলা চালানো হয়৷ বুকে গুলি লাগে তাঁর৷ গুলির আঘাত লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisements

একাধিক সংবাদপত্রের অনলাইন সংস্করণের দাবি, নিহত শিনজো আবে। তবে জাপান সরকারের তরফে নীরবতা বজায় রাখা হয়েছে।

   

২০০৬ সালে জাপানের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শিনজো আবে৷ এরপর দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন তিনি৷

পড়ুন:

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিঞ্জো আবেকে হত্যার চেষ্টা

দুই বছর আগে শারিরীক অক্ষমতার কারণে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। তাঁর উপর হামলার ঘটনায় ঘটনায় আন্তর্জাতিক মহলে সাড়া পড়ে গেছে৷

শুক্রবার এনএইচকের তরফে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১১ টা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে ইয়ামাটো নাইদাইজি স্টেশনের কাছে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেইসময়েই তাঁর ওপর হামলা চালানো হয়৷ একটি গুলির শব্দ পাওয়ার পরেই মাটিতে লুটিয়ে পড়ে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ৷ একজন ব্যক্তিকে সন্দেহের পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। এমনটাই এএফপি সূত্রে খবর৷

অন্যদিকে, দাবি করা হচ্ছে, বড়সড় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মাটিতে লুটিয়ে পড়ে শিনজো আবের দেহ৷ যদিও এনএইচকের এক সাংবাদিকের কথায়, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন৷ গুলির শব্দের মতো তিনি শব্দ শুনতে পান।