বল হাতে রঞ্জিতে দাপুটে পারফরম্যান্স, এই তারকাকে ছাড়ছে হায়দরাবাদ!

ipl-2026-auction-Sunrisers-Hyderabad-retain-mohammed-shami-trade-offer-rejected

আসন্ন আইপিএল ২০২৬ নিলামকে (IPL 2026 Auction) সামনে রেখে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামিকে নিয়ে ফর্ম ও ফিটনেস নিয়ে নানা প্রশ্ন থাকলেও ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছাড়ার পথে হাঁটেনি। বরং তাঁকে ধরে রেখে ১০ কোটি টাকার ট্রেড অফার সরাসরি প্রত্যাখ্যান করেছে দল।

শামি, ২০২৫ সালের মেগা নিলামে ১০ কোটি টাকায় হায়দরাবাদের যোগ দেন। সেই মরশুমে চোট ও খারাপ পারফরম্যান্সে ভুগেছিলেন। মাত্র ৯টি ম্যাচ খেলে তিনি নেন ৬টি উইকেট, ইকোনমি রেট ছিল ১১.২৩। এক্ষেত্রে যেমনটা তাঁর নামের পাশে একেবারেই মানানসই নয়। তবুও হায়দরাবাদ ম্যানেজমেন্ট তাঁর পাশে দাঁড়িয়েছে, কারণ তাঁদের বিশ্বাস শামি আবারও আগের মতো ছন্দে ফিরতে পারবেন।

   

সূত্র অনুযায়ী, দলের অধিনায়ক প্যাট কামিন্স ও সাপোর্ট স্টাফ পরিষ্কারভাবে জানিয়েছেন যে অভিজ্ঞ বোলার হিসেবে শামির উপস্থিতি ড্রেসিংরুমে অমূল্য। “তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি তরুণ বোলারদের জন্য অনুপ্রেরণা,” বলে জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এক কর্মকর্তা।

দলে ইতিমধ্যেই রয়েছে হর্ষল প্যাটেল ও জয়দেব উনাদকাটের মতো ভারতীয় পেসার। তবে শামির অভিজ্ঞতা ও নতুন বলের দক্ষতা তাঁকে এখনো অপরিহার্য করে তুলেছে।

২০২৫ সালটা শামির জন্য যতটা হতাশার ছিল, ২০২৪ সালটা ছিল উল্টোদিকের এক গল্প। সেই বছর তিনি আইপিএলের পার্পল ক্যাপ জেতেন ২৮ উইকেট নিয়ে, ছিলেন তাঁর ক্যারিয়ারের সেরা ফর্মে। ফলে হায়দরাবাদ এখনও আশা করছে, ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স এবং রঞ্জি ট্রফিতে তাঁর পুনরুত্থান দেখে আসন্ন সিজনে আবার সেই আগের শামিকে দেখা যাবে।

শামি এখনও পর্যন্ত আইপিএলে ১১৯ ম্যাচ খেলে ১৩৩টি উইকেট নিয়েছেন। সংখ্যাটা যেমন বড়, তেমনি বড় তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার। তবে ৩৬ বছর বয়সে এসে ইনজুরি-প্রবণ শরীর ও ফর্মহীনতা হায়দরাবাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবুও দলের অভিজ্ঞতার উপর বিনিয়োগই এবার ফল দেবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন