Indonesia: ভূমিকম্পে মৃত্যুপুরী জাভা, কমপক্ষে ১৬২ নিহত

আজ আচমকাই কেঁপে উঠল ইন্দোনেশিয়ার(Indonesia) জাভা প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের ফলে প্রথমে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জন। তবে গুরুতরভাবে আহত হয়েছিলেন…

Indonesia: ভূমিকম্পে মৃত্যুপুরী জাভা, কমপক্ষে ১৬২ নিহত

আজ আচমকাই কেঁপে উঠল ইন্দোনেশিয়ার(Indonesia) জাভা প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের ফলে প্রথমে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জন। তবে গুরুতরভাবে আহত হয়েছিলেন প্রায় ৩০০ জনের অধিক মানুষ। যার ফলে আশঙ্কা করা হয়েছিল আগামী সময়ে মৃতের সংখ্যা বাড়তে পারে। আশঙ্কায় সত্যি হলো গুরুতরভাবে আহতদের মধ্যে মারা গেছেন অনেকেই। কার যত ভূমিকম্পের মৃত্যুপুরী হয়ে উঠেছে জাভা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জন। আশঙ্ক করা হচ্ছে এই সংখ্যাটাও ক্রমশ বাড়তে পারে।

আজকের ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পের উৎস ছিল জাভা প্রদেশের সিয়ানজুর। ভূমিকম্পের তীব্র কম্পন এর ঝেরে কাচের জানলা, দরজা, দেওয়ালে চির ধরেছে। নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে অসংখ্য বাড়ির ছাদ। বিস্তীর্ণ এলাকায় নেমেছে ধস যার জেরে চাপা পড়েছেন বহু মানুষ।

ভূমিকম্পের পরেই সিয়ানজুরে প্রশাসনের তরফ থেকে নিহতদের হাসপাতালে লে নিয়ে যাওয়া হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং গুরুতরভাবে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়েছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের ভয়াবহতা দেখে ক্রমেই আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Advertisements

ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে যে ফের কয়েক ঘন্টার মধ্যে জোরালো আফটার শকে কেঁপে উঠতে পারে ইন্দোনেশিয়ার জাভাসহ বিস্তীর্ণ এলাকা। তাই প্রশাসনের তরফ থেকে বিস্তীর্ণ এলাকার মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বহুতলের মানুষদের বাইরে থাকার ব্যবস্থা করা হয়েছে।