Indonesia: ভূমিকম্পে তছনছ জাভায় শুরু মৃত্যুর মিছিল

সোমবার হঠাৎই কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার(Indonesia) পশ্চিম জাভা। ভয়াবহ ভূমিকম্পের কবলে জাভা প্রদেশ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ২০ জনেরও বেশি মানুষের। জখম হয়েছেন…

Indonesia: ভূমিকম্পে তছনছ জাভায় শুরু মৃত্যুর মিছিল

সোমবার হঠাৎই কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার(Indonesia) পশ্চিম জাভা। ভয়াবহ ভূমিকম্পের কবলে জাভা প্রদেশ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ২০ জনেরও বেশি মানুষের। জখম হয়েছেন ৩০০ র অধিক মানুষ। গুরুতরভাবে জখম হয়েছেন বহু যার ফলে মৃত্যুর সংখ্যা আগামী সময়ে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিভিন্ন দেশে একের পর এক ভূমিকম্প। ক্রমেই সুনামির আশঙ্কা জোরালো হচ্ছে। আজকে ইন্দোনেশিয়ায় যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার উৎসস্থল ছিল জাভা প্রদেশের সিয়ানজুর। রিখটার স্কেলে কম্পন এর মাত্রা ছিল ৫.৬।

   

অতি তীব্র ভূমিকম্পের ফলে সিয়ানজুর এলাকায় ধস নামে। যার ফলে আটকে পড়েন একজন শিশু এক মহিলা সহ তিনজন মানুষ। ওই তিনজনকে উদ্ধার করতে গেলে শিশু ও মহিলাকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয়েছে একজনের। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হল হাসপাতালেই মৃত্যু হয়েছে ওই ২০ জনের।

Advertisements

ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকা কেঁপে উঠছে বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের তীব্র কম্পনের জেরে কাচের জানলা, দরজায় চির ধরছে, বেশ কিছু বাড়ির ছাদ নিমেষের মধ্যে ধসে পড়ছে। হঠাৎ এই জোরালো কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে বহুতল থেকে হুড়মুড়ে মানুষ সমতলে ফাঁকা জায়গায় নেমে আসছে।

Indonesia: ভূমিকম্পে তছনছ জাভায় শুরু মৃত্যুর মিছিল

সিয়ানজুরের প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের জেরে বিভিন্ন এলাকায় ধস নেমেছে যার ফলে আরো মানুষ আটকে রাখতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এমনকি ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে যে ফের কয়েক ঘন্টার মধ্যে জোরালো আফটার শকে কেঁপে উঠতে পারে ইন্দোনেশিয়ার জাভাসহ বিস্তীর্ণ এলাকা। তাই প্রশাসনের তরফ থেকে বিস্তীর্ণ এলাকার মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বহুতলের মানুষদের বাইরে থাকার ব্যবস্থা করা হয়েছে।