ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর, ভাড়া কমতে চলেছে ভারতীয় রেলের (Indian Railways) এসি ৩ টায়ার ইকোনমি ক্লাসের। আজ ভারতীয় রেল মন্ত্রকসূত্রে এমনটাই জানা গিয়েছে। শতাব্দীর শুরু থেকেই ভারতের মানুষের কাছে ভ্রমণের জন্য অন্যতম পছন্দের মাধ্যম হলো ভারতীয় রেল। শুধু তাই নয়, কিভাবে সাধারণ মানুষদের আরও উন্নত সুবিধা দেওয়া যায় সেই দিকে নজর দিয়েছে রেল। ঠিক সেই কারণেই চালু করা হয়েছে গরীব রথ থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন পরিষেবা।
সব থেকে আরামদায়ক এবং কম খরচের যানবাহন পরিষেবার মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল। তাই প্রায় প্রতিদিনই কয়েক লক্ষ মানুষ এই ট্রেনের ওপরেই ভরসা রাখেন। আর ঠিক সেই কারণেই এসির ভাড়া কমাতে এবং নিজেদের লাভের জন্য ভারতীয় রেল নিয়ে এসেছিল এসি ৩ টায়ার ইকোনমি ক্লাস। তবে গত বছর সেই ৩ টায়ার ইকোনমি ক্লাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছিল অনেকটাই।
যার জেরে সাময়িক ভাবে অসুবিধার মধ্যে পড়েছিলেন যাত্রীরা। আর এবার সেই নির্দেশিকা তুলে নিলো ভারতীয় রেল। মূলত এসি ৩ টায়ারে থাকে ৭২টি আসন এবং এসি ৩ টায়ার ইকোনমি ক্লাসে থাকে ৮০ টি আসন। যার ফলে অনেকটাই লাভের মুখ দেখেছে রেল। তাই আবারও ভাড়া কমিয়ে আনা হলো এসি ৩ টায়ার ইকোনমি ক্লাসের। রেল মন্ত্রক সূত্রের আরও বলা হয়েছে, যারা সম্প্রতি ভারতীয় রেলের ৩ টায়ার ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন তারা রেলের কাছ থেকে বাড়তি টাকা ফেরত পাবেন।