কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার পথে দেশের ক্লাবগুলি

indian-football-clubs-meeting-sports-minister-isl-i-league-future

এখনও অনিশ্চিত আইএসএলের (ISL) ভবিষ্যত। তাছাড়া কবে থেকে শুরু হবে আইলিগ, সেই ধারনা ও স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরেই সেই নিয়ে তোলপাড় ভারতীয় ফুটবল মহল। এই অচলাবস্থা মাথায় রেখেই গত বুধবার বিকেলে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু সেখান খুব একটা তৎপরতা লক্ষ্য করা যায়নি। এই পরিস্থিতিতে ফেডারেশনের কাছে চিঠি দেয় আইলিগের প্রায় আটটি দল। যেখানে একই সংস্থার মধ্যে দিয়েই টুর্নামেন্ট পরিচালনার কথা উঠে আসে।

এমনকি গোটা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীর সঙ্গে আলোচনায় বসতে চলেছে প্রতিটি দলের কর্নধাররা। এবার এই বৈঠকের দিকেই বিশেষ নজর থাকবে সকলের। যারফলে বৃহস্পতিবার সকাল দশটার একটু পরেই আলোচনায় অংশগ্রহণ করতে দেখা যাবে দল গুলিকে‌। তবে ফেডারেশনকে দেওয়া চিঠিতে নাকি আরও বলা হয়েছে, যে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগ অর্থাৎ আইলিগ সহ দ্বিতীয় ডিভিশন আইলিগের সম্প্রচার মাধ্যম যাতে একই রাখা সম্ভব হয়।

   

সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছে স্টার স্পোর্টস ও সোনি স্পোর্টস নেটওয়ার্কের কথা। পাশাপাশি নতুন বছরের প্রথম থেকেই আইলিগ শুরু করার দাবি ও নাকি জানানো হয়েছে টুর্নামেন্টের সেই আটটি দলের তরফে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি কিছুই। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার মধ্য দিয়েই হয়তো স্পষ্ট হয়ে শুরু করবে সমস্ত বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন