Ukraine War: বুচার গণহত্যার নিন্দা করে স্বাধীন তদন্তের দাবি ভারতের

ইউক্রেনের বুচায় রুশ সেনাবাহিনীর নৃশংসতার (Butcher’s genocide) খবর সামনে আসতেই গোটা বিশ্বে আরও কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। আমেরিকা নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত…

TS Tirumurthy

ইউক্রেনের বুচায় রুশ সেনাবাহিনীর নৃশংসতার (Butcher’s genocide) খবর সামনে আসতেই গোটা বিশ্বে আরও কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। আমেরিকা নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। ভারতের তরফে নিন্দা জানানো হলো।  নয়াদিল্লির দাবি স্বাধীন তদন্তের।

রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারির পর আমেরিকার সঙ্গী হয়েছে ইউরোপের বেশ কিছু দেশ। পশ্চিমী দেশগুলি সেন্ট্রাল ব্যাংকে রাশিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর ফলে রাশিয়া তাদের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না।

আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, রাশিয়া থেকে অস্ত্র আমদানি কমাক ভারত। অস্টিন স্পষ্ট বলেছেন, মস্কোর সঙ্গ ত্যাগ করে ভারতের উচিত যুদ্ধ বিরোধিতায় সরব হওয়া। আগামী দিনে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখলে ভারতকে সমস্যার মুখে পড়তে হবে বলে ইঙ্গিত দিয়েছেন অস্টিন। ইউরোপীয় ইউনিয়ন পুতিনের দুই মেয়ের উপরেও নিষেধাজ্ঞা জারি করতে পারে। ইতিমধ্যেই বুচা শহরের ঘটনায় তীব্র নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস।

রাষ্ট্রসঙ্ঘে বুচার গণহত্যার তীব্র নিন্দা করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ভারত। রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, বুচায় যেভাবে সাধারণ মানুষকে হত্যা করার খবর সামনে এসেছে তা অত্যন্ত লজ্জাজনক। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করি। এই ঘটনার স্বাধীন তদন্ত হওয়া উচিত। যেভাবে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে তাতে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। এই যুদ্ধের প্রভাব শুধু ইউরোপে সীমাবদ্ধ নেই, গোটা দুনিয়ায় এর প্রভাব পড়ছে। জ্বালানি থেকে শুরু করে খাদ্য সামগ্রীর দাম প্রচুর বেড়েছে। এর নেতিবাচক ফল ভুগছে উন্নয়নশীল দেশগুলি। কূটনৈতিক উপায়ে আলাপ-আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান একমাত্র পথ।

অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের একবার রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি এদিন রুশ সেনাদের নৃশংসতার একটি ভিডিও দেখিয়ে নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান। তিনি বলেন, যদি এটা করা সম্ভব না হয় তাহলে রাষ্ট্রসঙ্ঘ ভেঙে দেওয়া হোক। বন্ধ করে দেওয়া হোক রাষ্ট্রসঙ্ঘ। বুচা শহরে রুশ সেনা যা করেছে এটা ইসলামিক স্টেটের মতো জঙ্গিরা করে থাকে। তবে শুধু বুচা শহরে নয়, ইউক্রেনের আরও একাধিক শহরে রুশ সেনা এ ধরনের হত্যালীলা চালিয়েছে বলে অভিযোগ। এদিন ভারতীয় সংসদেও ইউক্রেন পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।