হাসিনা ইস্যুতে ধাক্কা বাইশ গজে! বাতিলের পথে দ্বিপাক্ষিক সিরিজ

india-bangladesh-cricket-series-postponed-diplomatic-tension

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির জেরে আবারও আলোচনায় দুই দেশের ক্রিকেট (Cricket)। মাঠের সীমা পেরিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব এবার এসে পড়ল বাইশ গজে। ডিসেম্বর মাসে আয়োজন হওয়ার কথা থাকা ভারত বনাম বাংলাদেশ নারী ক্রিকেট সিরিজ কার্যত ঝুলে গেল অনিশ্চয়তার দোলাচলে। এর আগেই একই জটিলতায় পিছিয়ে গিয়েছিল পুরুষ দলের সাদা বলের সিরিজ।

নারী ক্রিকেট সিরিজ স্থগিতের পথে

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের ডিসেম্বরে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ছয়টি ম্যাচ ছিল সূচিতে। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অন্তর্গত।

   

কিন্তু ঢাকা–দিল্লির কূটনৈতিক অস্বস্তিকর পরিবেশ সেই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও সিরিজটিকে ‘বাতিল’ বলা হয়নি, তবুও পরিস্থিতি বিবেচনায় স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে উভয় বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প সূচির কথা ভাবলেও তা বাস্তবায়ন করা সহজ নয়। জানুয়ারিতে মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) এবং তার পরপরই অস্ট্রেলিয়া সফর থাকায় ভারতীয় দলের পক্ষে নতুন সময় বের করা কঠিন হয়ে পড়বে।

একই পথে হাঁটল পুরুষ দলের সিরিজও

আগস্টে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল রোহিত শর্মাদের। শুরু থেকেই অনিশ্চয়তার মেঘ ঘনীভূত ছিল সেই সিরিজকে ঘিরে। শেষ পর্যন্ত সেটিকে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। এর বদলে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ সেই পরিকল্পনাও বাতিল হয়।

কূটনৈতিক অস্থিরতা ও তার প্রভাব

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক উত্তাপ আরও উসকে দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে দেওয়া বিতর্কিত রায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের মামলায় ‘ক্যাঙারু কোর্ট’ বলে পরিচিত এক বিচারপ্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বিষয়টি নিয়ে ভারতের প্রতিক্রিয়াও প্রকাশ্যে এসেছে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে দেওয়া এই রায় তাদের নজরে রয়েছে।

ক্রিকেটে ছায়া ফেলছে সম্পর্কের টানাপোড়েন

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওঠাপড়া ইতিহাসে নতুন নয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এমন ধারাবাহিক প্রভাব সাম্প্রতিক সময়ে কম দেখা গিয়েছে। কূটনৈতিক দূরত্ব বেড়ে গেলে তার অভিঘাত বিসিবি ও বিসিসিআইয়ের ক্রিকেট সূচিতেও স্পষ্ট হয়ে উঠছে। বাংলাদেশের পরিস্থিতির উন্নতি এবং কূটনৈতিক টানাপোড়েন কমলে সিরিজগুলি নতুন সূচিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে বছরের ব্যস্ত আন্তর্জাতিক সময়সূচি, ডব্লিউপিএল ও অন্যান্য সিরিজ মিলিয়ে উপযুক্ত সময় বের করা উভয় বোর্ডের জন্যই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleভারতের পর এবার এদেশে লঞ্চ হল Ultraviolette F77 Mach 2 ও F77 SuperStreet
Next articleশামি-শহবাজ জুটির দাপটে ৭ পয়েন্টের হাতছানি বাংলার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।