বিছানার প্রতি কমছে টান, কেবল ডায়েট বদলে এবার বাড়িয়ে তুলুন যৌন চাহিদা

man-women

সম্পর্কের মধ্যে কমছে টান, পাটনারকে সুখী করতে সমস্যা! অফিসের চাপ, কর্ম ব্যস্ততাই কমছে যৌন ইচ্ছে! এমন পরিস্থিতির শিকার অহরহ কেউ না কেউ হয়েই থাকেন। তাঁদের কাছে বেজায় সমস্যার হয়ে দাঁড়ায় সম্পর্কের সুখ ধরে রাখা। কেন, কীভাবে পুরোনো দিনগুলো ফিরে পাওয়া যায় তা ভেবে মেলে না কুল কিনারা।
অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে নিত্য আলোচনা, সমালোচনা কিংবা অশান্তির সীমা নেই। তাহলে উপায়, প্রাথমভাবে উপায় রয়েছে বাড়ির রান্না ঘরের মধ্যেই। কেবল মেনু পাল্টে ফেলেই এবার সমস্যার সমাধান ঘটিয়ে ফেলুন।

relationship

   

কী কী রাখবেন ভাবছেন পাতে-

সবার প্রথমে আপেল, আপেল সেক্স হরমোনের সঠিক ব্যালান্স বজার রাখতে সাহায্য করে। মেদ ঝড়ানোর জন্য অনেকেই সাত সকালে এক গ্লাস গরম জলে মধু দিয়ে পান করে থাকেন। এই দাওয়াই-ও অব্যর্থ যৌন উত্তেজনা বাড়িয়ে তোলার জন্য। অনেকেই আছেন যাঁরা কাঁচা রসুন সহ্য করতে পারেন না। তবে এই কাঁচা রসুন যদি এক কোয়া চিপিয়ে খাওয়া যায় বা গরম ভাতে তা ভেজে খাওয়া যায়, তবে হাতে নাতে মিলবে ফল। প্রতিদিন একটা করে কলা খান, এতে প্রচুর পরিবারে পটাশিয়াম থাকে। যার ফলে তা যৌন চাহিদা বাড়িয়ে তোলে সহজেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন