ক্ষমতায় আসলেই যোগীর বিরুদ্ধে তদন্তের আশ্বাস সপা প্রধানের

মাত্র এক সপ্তাহ পর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ হবে। তার আগে বুধবার এক নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী…

Akhilesh Yadav

মাত্র এক সপ্তাহ পর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ হবে। তার আগে বুধবার এক নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

বুধবার সপা নেতা যোগীকে কার্যত হুমকি দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আছে একাধিক অপরাধের মামলা। সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে এসবের তদন্ত হবে। অপরাধ করে যোগী পার পাবে না।

   

এদিন উত্তরপ্রদেশের এটাওয়ায় এক নির্বাচনী প্রচারে অখিলেশ বলেন, ক্ষমতায় এলে তাঁরা পুলিশি ব্যবস্থার খোলনলচে সংস্কার করবেন। সমাজবাদী পার্টির সরকার গড়লে পুলিশের গাড়ির সংখ্যা দ্বিগুণ করা হবে। পুলিশ যাতে দ্রুত অপরাধীদের ধরতে পারে তার জন্যই এই ব্যবস্থা।

একইসঙ্গে অখিলেশ বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা রয়েছে রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। কেউ যদি এদের বিরুদ্ধে মামলা দায়ের করে তবে সমাজবাদী পার্টির সরকার তার তদন্তের অনুমতি দেবে। আগামী দিনে সমাজবাদী পার্টির সরকার যোগীর অপরাধের ঝাঁপি খুলে দেবে।

অখিলেশ এদিন আরও জানান সমাজবাদী পার্টিকে মানুষ দুই হাত তুলে সমর্থন করছে। যা দেখে ভয় পেয়েছে বিজেপি। এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে ভাতৃত্বের। যারা মানুষের মধ্যে ভেদ ও বিভাজন তৈরি করতে চায় উত্তরপ্রদেশের মানুষ তাদের ছুড়ে ফেলে দেবে। বিজেপি মানুষকে ভয় দেখিয়ে ভোট পেতে চাইছে। কিন্তু তাদের এই পরিকল্পনা শেষ পর্যন্ত কার্যকর হবে না। মানুষই ওদের উপযুক্ত শিক্ষা দেবে।