আগে নীতি আয়োগ বৈঠক এড়িয়ে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার বৈঠকের আগেই দিল্লিতে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর তাঁর সফরে অভিষেক রয়েছেন। পিআইবি ও পিটিআই জানাচ্ছে, শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে বিশেষ একান্ত বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার পথিকৃত মমতা বন্দ্যোপাধ্যায়, জানতেন না প্রিয়াঙ্কা
কী আলোচনা হবে এই বৈঠকে? পিটিআই ইঙ্গিত দিচ্ছে, মোদী-মমতা বৈঠকে থাকবে, কেন্দ্রের কাছে রাজ্যের যে ৯৭ হাজার কোটি টাকা বকেয়া টাকা সেটি পেতে দাবি জানাতে পারেন মমতা। সূত্রের খবর, মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে আরও কিছু দাবি করবেন মমতা। এ নিয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি কিছু বলতে চায়নি। তবে জানা যাচ্ছে মোদীর সঙ্গে বৈঠকের আগে দলীয় সাংসদ ও টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বিশদে আলোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
আরও পড়ুন: বাবুল সুপ্রিয়র সঙ্গে ‘জাগো দুর্গা’য় গলা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে মোদী-মমতা বৈঠক নিয়ে বঙ্গ রাজনীতি সরগরম। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি কালো টাকা উদ্ধার, পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজত ঘিরে রাজ্য সরকার তীব্র বিতর্কে। এই অবস্থায় বিরোধী দল বিজেপি আগেই দাবি করেছিল মোদীর সঙ্গে মমতার বৈঠক হলে দলীয় সমর্থকদের হতাশা বাড়বে। তবে বঙ্গ বিজেপি নেতাদের যুক্তি উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করতে রাজি হন।বৈঠক নিয়ে অরাজি ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকাম্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরা দিল্লি গিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতাদের কাছে তদ্বির করেন। তবে তাঁদের আবেদন গ্রাহ্য হয়নি।
আরও পড়ুন: BJP: তদন্তের মাঝে ‘সেটিং’ বিতর্ক তুঙ্গে, মমতা ফিরলেই দিল্লি যাবেন শুভেন্দু
দিল্লিতে মোদী-মমতা বৈঠকের কটাক্ষ চলছে রাজ্যে। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে আদালতের ভূমিকা ও ইডি অভিযানে বিপর্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং করতে দিল্লি ছুটেছেন। মোদীর সঙ্গে বিশেষ বৈঠক তারই প্রমাণ।সিপিআইএম নেতৃত্বের কটাক্ষ, মোদী-মমতা সেটিং চলছেই। এ রাজ্যবাসী বুঝে গেছেন। সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, তদন্ত সম্পূর্ণ হলে কেউ মমতাকে বাঁচাতে পারবেনা। যে বিপুল দুর্নীতি হয়েছে তাতে মমতা মন্ত্রিসভা জড়িত।