Pakistan: ইমরান খানের গ্রেফতারি বৈধ জানাল আদালত, একাধিক পাক সেনা ছাউনিতে হামলা

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) একটি জমি কেলেঙ্কারির মামলায় আদালতের বাইরে যেভাবে গ্রেফতার করা হয়েছে তার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি। ইমরানের গ্রেফতার বৈধ…

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) একটি জমি কেলেঙ্কারির মামলায় আদালতের বাইরে যেভাবে গ্রেফতার করা হয়েছে তার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি। ইমরানের গ্রেফতার বৈধ ঘোষণা করেছে(Islamabad) ইসলামাবাদ হাইকোর্ট।

Advertisements

আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হয়েছেন ইমরান খান।এই মামলায় ইমরান খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে “বিলিয়ন বিলিয়ন” পাওয়ার অভিযোগ রয়েছে। সেই মামলায় হাজিরা দিতে গেছিলেন ইমরান খান। তবে তিনি আগেই গ্রেফতারির আশঙ্কা করেছিলেন। ইসলামাবাদ আদালতের সামনে ইমরান খানের গাড়ির কাঁচ ভেঙে তাকে টেনে হিঁচড়ে ধাক্কা মারতে মারতে রেঞ্জার বাহিনী কালো ভ্যানে ঢুকিয়ে দেয়। এর পরেই প্রবল গণবিক্ষোভ শুরু হয়েছে পাকিস্তানে।

   

ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ সমর্থকরা ইসলামাবাদ সহ দেশটির সর্বত্র বিক্ষোভ শুরু করেছেন। রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দফতরে হামলা চলে। একইভাবে বিভিন্ন শহরে থাকা পাক সেনা ছাউনিতে বিক্ষোভকারীরা হামলা চালায়। গণবিক্ষোভের জেরে পাক সেনা কার্যত কোণঠাসা।

এর আগে প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান উপহার হিসেবে পাওয়া কিছু সামগ্রী সরকারি তহবিলে (তোষাখানা) জমা না দিয়ে নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ইমরান খানের সমর্থকদের মারমুখী অবস্থানে পুলিশ হাল ছেড়েছিল। এবার নাটকীয় কায়দায় খানকে গ্রেফতার করা হয়েছে।