Pakistan: প্রবল গণবিক্ষোভে অশান্ত পাকিস্তান, মুক্তি পেলেন ইমরান খান

পাক (Pakistan)  সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্ত ইমরান খান (Imram Khan)। প্রাক্তন প্রধানমন্ত্রীকে জমি দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। যদিও এই মামলায় ইসলামাবাদ হাইকোর্টের নজরে গ্রেফতারি ছিল বৈধ। আর সুপ্রিম কোর্টের নজরে অবৈধ গ্রেফতারি। সুপ্রিম নির্দেশে তাঁকে মুক্তি দিল আদালত। ইমরান খানকে গ্রেফতারির পর থেকে গণবিক্ষোভে জ্বলছে পাকিস্তান। সেনা সদর দফতরে হামলা হয়েছিল। প্রবল বিক্ষোভের জেরেই কি ইমরান খানকে মুক্তি দেওয়া হল? এমনই প্রশ্ন উঠছে।

Advertisements

জমি দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন ইমরান খান। এর পর থেকে পাকিস্তান জ্বলছে গণবিক্ষোভে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি শুক্রবার ইসলামাবাদের-শ্রীনগর হাইওয়ের উপর ওই জনসভায় সকল দেশপ্রেমীদের  আসতে আহ্বান জানানো হয়েছে। সেখানেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

Advertisements

ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণ জমায়েতের হওয়ার আহ্বান জানিয়েছে ইমরানের দল।ইমরান খান আদালত থেকেই তার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করে বলেছেন, দেশের জন্য ক্ষতি বয়ে আনা উচিত হবে না। আমরা শুধু দেশে নির্বাচন চাই।