Pakistan: মঙ্গলে অমঙ্গল! ফের গ্রেফতারির আশঙ্কা করছেন ইমরান খান

সম্প্রতি পাক (Pakistan) শীর্ষ আদালতের রায়ে আগাম জামিন পেয়েছেন। তবে অস্বস্তি কাটেনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) ইমরান খানের। তিনি ফের গ্রেফতারির আশঙ্কা করছেন। আজ…

short-samachar

সম্প্রতি পাক (Pakistan) শীর্ষ আদালতের রায়ে আগাম জামিন পেয়েছেন। তবে অস্বস্তি কাটেনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) ইমরান খানের। তিনি ফের গ্রেফতারির আশঙ্কা করছেন। আজ মঙ্গল। আজই ফের অমঙ্গল। পাকিস্তানে টানটান উত্তেজনা।

   

পাক প্রধানমন্ত্রীর এহেন নাটকীয় গ্রেফতারি বিশ্ব রাজনীতিতে বিরল। চলতি বছরের ৯ মে ভূমি দুর্নীতির আল কাদির ট্রাস্ট মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল তার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পান জামিন। সেই জামিনের মেয়াদ শেষে পুনরায় আবেদনের আগে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান।

গত ৯ মে মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই- ইনসাফ দলের প্রধান ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করেছিল পাক রেঞ্জার্স। পুরো পাকিস্তান জুড়ে শুরু হয়েছিল গৃহযুদ্ধ পরিস্থিতি। পরে অবশ্য সে দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপের ফলে জামিন মিলেছিল। সেইজামিনের মেয়াদ শেষ হয়েছে সোমবার। মঙ্গলে হাজিরা দেবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

বেলা ১১টা নাগাদ আদালতে পেশ করা হবে তাঁকে। সূত্রের খবর, সেখানে আবারও জামিনের আর্জি জানাবেন ইমরান খান। পযদিও এর আগেই সে দেশের শীর্ষ আদালত রায় দিয়ে জানিয়েছিল, “তাঁর গ্রেফতারি বেআইনি”। তারপরেই মুক্তি পায় ইমরান খান। তবে আজ আবারও যে গ্রেফতারির সম্ভাবনা তৈরি হচ্ছে সেকথা অবশ্য নিজেই জানান পিটিআই প্রধান।

এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, “ আমার মনে হচ্ছে আমি আবারও গ্রেফতার হব”। শুধু তাই নয়, তিনি আরো বলেন, “ বেআইনি ভাবে পিটিআই কর্মীদের পুরুষ মহিলা নির্বিশেষে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় গোটা দেশের ১০ হাজারের কাছাকাছি পিটিআই কর্মীকে গ্রেফতার করা হয়েছে”।