IFA: মোহনবাগানকে টাকা মেটানোর আশ্বাস দিল বাংলার ফুটবল সংস্থা

Mohun-Bagan

মোহনবাগানকে জোড়া চিঠি দিলো আইএফএ (IFA)। এর আগে মোহনবাগানের তরফে দুটো চিঠি গেছিলো বাংলার ফুটবল সংস্থার তরফে।একটি কলকাতা লিগে খেলার সংক্রান্ত এবং আরেকটা মোহনবাগান যে টাকা পায় সেই বিষয়ে। 

এই দুই পরিপ্রেক্ষিতে মোহনবাগান’কে চিঠি দিয়েছে আইএফএ।সেখানে আসন্ন এএফসি কাপের ম‍্যাচের জন্য অগ্রীম শুভেচ্ছা জানানো হয়েছে সবুজ মেরুন শিবির’কে।ইতিমধ্যে মোহনবাগানের তরফে স্পষ্ট করা হয়েছিল আসন্ন ডুরান্ড কাপ এবং এএফসি কাপের খেলতে হবে তাই কলকাতা লিগে খেলা সম্ভব নয়,তার পাল্টা আইএফএ’র তরফে জানানো হয়েছে বাংলার ফুটবলের স্বার্থে সংশ্লিষ্ট ক্লাব ইতিবাচক ভূমিকা পালন করবেন এমনটাই আশা রাখছেন তারা।এছাড়া অন্তত চারটি কিস্তিতে ক্লাবের টাকা মেটানোর আশ্বাস দিয়েছেন তারা।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন