Hyderabad: বঙ্গ বিজেপির করুণ হাল নিয়ে উদ্বেগে মোদী-শাহ

পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গ বিজেপির আদি নেতারা ভবিষ্যৎবাণী করেছেন, দল বাংলায় বিলুপ্তির পথে। পরিস্থিতি বুঝে চিন্তায় মোদী-শাহ।হায়দরাবাদে (Hyderabad) বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে…

Doubts surround Shuvendu in dealing with the BJP's catastrophic disaster

short-samachar

পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গ বিজেপির আদি নেতারা ভবিষ্যৎবাণী করেছেন, দল বাংলায় বিলুপ্তির পথে। পরিস্থিতি বুঝে চিন্তায় মোদী-শাহ।হায়দরাবাদে (Hyderabad) বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে নেতাদের বক্তব্যে উঠে এল বাংলার কর্মীদের বঞ্চনার কাহিনী।

   

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, কেরল, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরে আমাদের ক্যাডারদের খুন হতে হয়েছে। জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের হাতে খুন হতে হয়েছে। গোটা দেশ এই সত্যের সাক্ষী৷ বাংলা এবং কেরলে আমাদের কর্মীদের খুন করা হচ্ছে। যে নারকীয় সন্ত্রাস চলছে তা বলে বোঝানো যাবে না৷

তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ ও সিপিআইএম নেতৃত্বে এলডিএফ শাসনে কেরল। দুই রাজ্যের প্রসঙ্গ টেনে একসাথে টিএমসি ও সিপিআইএমকে নিশানা করেছেন ইরানি।

হায়দরাবাদের জাতীয় কর্মসমিতির দিকে শুরু থেকেই নজর ছিল রাজনৈতিক মহলের৷ কারণ, কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করতে চায় বিজেপি তা এই মঞ্চেই ঠিক হওয়ার কথা। বাংলার প্রসঙ্গ উঠে আসতে পরিষ্কার, আগামী দিনে বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চায় গেরুয়া শিবির৷ তাই সংগঠনের হাল ধরতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের৷

পডুন:

Dudhkumar Mandal: ‘অপেক্ষা করুন দেখবেন কী করি’, বিজেপির উপর হামলার ছক করছেন দুধকুমার

রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির পরিকল্পনা দেশজুড়ে সমস্ত রাজ্যের ক্ষমতায় আসা। সেই লক্ষ্যেই নেমেছে গেরুয়ে শিবির৷ তাই একাধিক রাজ্যে বিজেপি তহবা এনডিএ শরিক একবার হলেও ক্ষমতায় আসলেও বাংলা এবং কেরল বঞ্চিত করেছে তাঁদেরকে৷ তাই এই দুই রাজ্যেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে তাঁরা। একইসঙ্গে কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরে বাম এবং তৃণমূলের কথা দেশের সামনে তুলে ধরতে চান গেরুয়া শিবিরের নেতারা।