Yemen: হুথি গোষ্ঠীর হামলায় কচুকাটা ইয়েমেনি সেনা, হামলার হুঁশিয়ারি আরবের

Yemen

ষাটজন সেনা জওয়ানকে গুলি করে হত্যা। হুথি জঙ্গি গোষ্ঠীর দখলে চলে গেল ইয়েমেনের (Yemen) হাজ্জার উত্তরের শহর হারাদ। জঙ্গিদের হামলায় আহত হয়েছেন আরও ১৪০ জন জওয়ান। 

শনিবার এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ফের জঙ্গিদের দখলে চলে গিয়েছে আল মহসিন আর্মি ক্যাম্প। পাহাড়ি এলাকায় গুলির লড়াইয়ের পর সেনা বাহিনীকে পিছু হটতে বাধ্য করে হুথি জঙ্গি গোষ্ঠী। 

   

সৌদি আরবের সীমান্তের খুব কাছে হারাদ শহর। জঙ্গি আগ্রাসনে তাই সিঁদুরে মেঘ দেখেছিল সৌদি সরকার। ইয়েমেন সরকারের উদ্দেশে বাড়ানো হয়েছিল সাহায্যের হাত। জঙ্গি ঘাঁটির ওপর করা হয়েছিল এয়ার স্ট্রাইক। তবুও হারাদ শহরের দখল নিয়ে নিল হুথি। 

২০১৪ সাল থেকে গৃহ যুদ্ধে জর্জরিত ইয়েমেনের সরকার। হুথি গোষ্ঠীর পিছনে রয়েছে ইরান। দেশের উত্তর অংশের দখল আগেই চলে গিয়েছিল জঙ্গিদের হাতে। নির্বাসিত করা হয়েছিল সৌদি মদতপুষ্ট ইয়েমেন সরকারের প্রেসিডেন্ট রাব্বু মনসুরকে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন