Sunday, December 7, 2025
HomeUncategorizedDandruff: চুলের খুশকি দূর করতে সাহায্য করবে এই ৫ তেল

Dandruff: চুলের খুশকি দূর করতে সাহায্য করবে এই ৫ তেল

- Advertisement -

নারী পুরুষ উভয়ের কাছেই চুল হলো প্রিয় জিনিস। অনেকেই মনে করেন যে চুলের ওপরই আমাদের সৌন্দর্য নির্ভর করে। কিন্তু ওই চুল আজকাল অনেক রকম সমস্যার জন্য পড়তে শুরু করেছে। আমাদের দৈনন্দিন জীবনে একাধিক ব্যস্ততার মধ্যে আমরা আমাদের চুলের সেভাবে যত্ন করতে পারি না। তার ফলে চুলের গোড়ায় ময়লা জমে বা মাথা চামড়া শুষ্ক হয়ে খুশকি (Dandruff) উৎপন্ন হয় যা আমাদের চুলের ক্ষতি করে।
তবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরোয়া পদ্ধতিতেই আমরা আমাদের চুলের খুশকি দূর করতে পারি

১। নারকেলের তেল গরম করে চুলের গোড়ায় লাগান।তারপর গরম তোয়ালে দিয়ে চুল আটকে রাখুন। ১৫ মিনিট পর খুলে অপেক্ষা করুন ১ ঘণ্টা। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

   

২। খুশকি দূর করতে অতুলনীয় রোজমেরি অয়েল। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা খুশকির সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতে পারে।

৩। তুলসীর তেল ব্যবহার করতে পারেন খুশকি মুক্ত চুল পেতে। নারকেল তেল ও অলিভ অয়েলের মধ্যে তুলসী পাতা ফেলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ব্যবহার করুন চুলের গোড়ায়।

৪। টি ট্রি অয়েলও খুশকি থেকে রেহাই পেতে সাহায্য করে। খুশকির কারণে ত্বকে হওয়া চুলকানি দূর করতে বেশ কাজে আসে এই তেল।

৫। নারকেল তেলে পুদিনা পাতা ফেলে ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। সপ্তাহে দুদিন এই তেল ম্যাসাজ করুন চুলে। খুশকি একদম দূর হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular