Beauty: গরমে চুলের সমস্যা মেটাবেন কী করে?

শীত কেটে এখন তপ্ত গোটা শহর । আর গরম মানেই চুলের (hair) হাজারও সমস্যা। সমস্যা মেটাতে রইল ঘরােয়া টিপস ( Beauty ) গরমে তাপমাত্রা বাড়লে…

solve-the-problem-of-hair-at-summer

শীত কেটে এখন তপ্ত গোটা শহর । আর গরম মানেই চুলের (hair) হাজারও সমস্যা। সমস্যা মেটাতে রইল ঘরােয়া টিপস ( Beauty )

  • গরমে তাপমাত্রা বাড়লে চুল আরও রুক্ষ, শুষ্ক হয়ে পড়ে। রুক্ষ শুষ্ক চুলের হারানাে স্বাস্থ্য পুনরুদ্ধারে টক দই, ডিম, মধু ও সামান্য ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে আধঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। ( Beauty )
  • গরমে স্ক্যাল্পে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন কমাতে স্নানের আগে স্ক্যাল্পে পাতিলেবুর রস লাগান। ( Beauty )
  • যাদের চুল গরমে ডাল হয়ে যায়, তাঁরা পাকা কলা চটকে নিয়ে অলিভ অয়েল, ডিম, মধু মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধঘন্টা পর শ্যাম্পু করে নিন। দেখবেন, অনুজ্জ্বল চুলে নিমেষে জেল্লা বাড়বে।
Advertisements