Oscar Award. রুশ হামলায় ক্ষতবিক্ষত ইউক্রেনকে সাহায্যের জন্য আবেদন অস্কার কমিটির

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি পৌঁছে গেল অস্কারের মঞ্চে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনবাসীকে সাহায্য করার জন্য আর্জি জানাল অস্কার (Oscar Award) কমিটি। রবিবার ৯৪তম…

help for Ukraine campaign at Oscar award program

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি পৌঁছে গেল অস্কারের মঞ্চে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনবাসীকে সাহায্য করার জন্য আর্জি জানাল অস্কার (Oscar Award) কমিটি।

রবিবার ৯৪তম অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠান মঞ্চে ইউক্রেনকে সাহায্যের আর্জি জানিয়ে একটি পোস্টার তুলে ধরা হয়। ওই পোস্টারে লেখা ছিল, আপনারা যে যেমনভাবে পারেন ইউক্রেনের জন্য সাহায্যের হাত বাড়ান। অনুষ্ঠান শুরুর আগে ইউক্রেনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ইউক্রেনবাসীর পাশে দাঁড়াতে এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকা সকলেই ইউক্রেনীয় পতাকার রঙে তৈরি পোশাক পরেছিলেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে সংগীত পরিবেশন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে অস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়, সাধারণত চলচ্চিত্র মানুষের জীবনের কথা তুলে ধরে। মানুষের দুঃখ-দুর্দশা, হতাশা বেদনার কথা বলে চলচ্চিত্র। আমরা জানি ইউক্রেনের বর্তমান অবস্থার কথা। রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। এই মুহূর্তে ইউক্রেনবাসীর জন্য খাদ্য, বস্ত্র, ওষুধের প্রয়োজন। দরকার বিশুদ্ধ পানীয় জলের। এক ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে দিনযাপন করছেন ইউক্রেনের মানুষ। এই পরিস্থিতিতে সকলেরই উচিত ইউক্রেনের পাশে দাঁড়ানো। যে যেমনভাবে পারেন ইউক্রেনবাসীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিশিষ্ট অভিনেত্রী মিলা কুনিস। মিলা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন তেমনই একটি ঘটনা। রুশ হামলার ফলে ইউক্রেনের মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এরইমধ্যে ইউক্রেনের সাধারণ মানুষ যেভাবে রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার জন্য তাঁদের স্যালুট জানাতে হয়। বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়াতে এবং তাঁদের সাহায্য করার জন্য আবেদন জানান মিলা কুনিস।