US: তুষার ঝড়ে মার্কিন মুলুক জমে কাঠ, হাজার হাজার বিমান বাতিল

প্রবল তুষারপাতের (Snowfall) জেরে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (America)। যে দিকে দু চোখ যায় শুধু দেখা যাচ্ছে সাদা বরফ। বরফের মোটা চাদরে মুড়ে গিয়েছে ঘর-বাড়ি, গাড়ি। ইতিমধ্যে একাধিক জায়গায় চরম সতর্কতা জারি হয়েছে ।

Advertisements

এদিকে এই ভয়ঙ্কর তুষারঝড়-এর মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। বরফ সরাতে দিন রাত কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

একটু পরপরই বরফে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। একজন জানাচ্ছেন, কোথাও কোথাও রাস্তা উন্মুক্ত থাকলেও এই বৈরী আবহাওয়ার কারণে চলাচল করা সম্ভব হচ্ছে না। একটার পর একটা ঝড় আসছে। তাই বেশিরভাগ রাস্তা আসলে বন্ধ রয়েছে। মানুষজন কোথাও যেতে পারছে না।

শুধু তাই নয়, তুষারপাতের পাশাপাশি কোথাও কোথাও আবার তুষারবৃষ্টি। সব মিলিয়ে তীব্র তুষারের কারণে ব্যাহত হচ্ছে বাসিন্দাদের জীবন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত তুষারপাত দেখা গেছে। সবথেকে পরিস্থিতি খারাপ বোস্টনের।

স্থানীয়দের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। সপ্তাহান্তে প্রায় ৬ হাজার মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে।

Advertisements

এই তুষার ঝড়টির নাম দেওয়া হয়েছে নর’ইস্টার। আর এহেন ঝড়ের ফলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটসে ভারি তুষারপাত হচ্ছে। ম্যাসাচুসেটসে ১,২০,০০০ এরও বেশি বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ হারিয়েছে। ম্যাসাচুসেটসের জাতীয় সড়কে ভারী ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অন্য কোনও রাজ্যে ব্যাপক বিভ্রাটের খবর পাওয়া যায়নি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। গত দুদিন ধরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বরফের মধ্যে গাড়ি সহ একাধিক মানুষ আটকে পড়েছেন। এ বিষয়ে লং আইল্যান্ডের পুলিশ জানিয়েছে, বরফের মধ্যে আটকে পড়া গাড়িচালকদের সাহায্য করতে হয়েছে এবং সুইমিং পুলে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফিলাডেলফিয়াতে, কিছু ড্রাইভার হাঁটু অবধি গভীর বরফে ঢাকা রাস্তায় নেমে এসেছিল।

উপকূলে আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বিশেষ করে উষ্ণ মহাসাগর, সম্ভবত ঝড়ের শক্তিকে প্রভাবিত করেছে।