হিজাব ইস্যুতে কেন্দ্রের কাছে বিবৃতি দাবি অধীরের

হিজাব ইস্যুতে উত্তপ্ত দক্ষিণের রাজ্য কর্ণাটক। সেই আঁচ এসে পড়ল ভারতীয় সংসদে। মঙ্গলবার লোকসভায় হিজাব ইস্যুতে কেন্দ্রের কাছে বিবৃতি দাবি করলেন পরিষদীয় দলনেতা তথা বহরমপুর…

হিজাব ইস্যুতে উত্তপ্ত দক্ষিণের রাজ্য কর্ণাটক। সেই আঁচ এসে পড়ল ভারতীয় সংসদে। মঙ্গলবার লোকসভায় হিজাব ইস্যুতে কেন্দ্রের কাছে বিবৃতি দাবি করলেন পরিষদীয় দলনেতা তথা বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে জোর গলায় কংগ্রেস নেতা বলেন, জোর করে হিজাব সরানোর চেষ্টা চলছে। হিজাব পরিধান করা অপরাধ নয়। এই বিষয় নিয়ে বিতর্ক বাড়ানো উচিৎ নয়। মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘সরকার যখন সবকা সাথ সবকা বিকাশ’ প্রচার চালাচ্ছে সেইসময়েই ভারতের এক প্রান্তে অন্য ছবি সামনে আসছে।

গত কয়েকদিন ধরে হিজাব পরা নিয়ে কর্ণাটকে ধুন্ধুমার পরিস্থিতি। ওই রাজ্যের কুন্ডাপুর প্রি ইউনিভার্সিটির তরফে জানানো হয়, হিজাব পড়ে ছাত্রীরা কলেজে আসতে পারবে না। এই সিদ্ধান্তে মুসলিম ছাত্রীরা তীব্র ক্ষোভ জানায়। ছাত্রীরা জানায়, হিজাব পড়ে কলেজে আসতেই তারা অভ্যস্ত। এই পোশাক ছাড়া কলেজে আসা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু অধ্যক্ষ ছাত্রীদের এই দাবিতে কর্ণপাত করেননি। এরপর বিতর্কের জল গড়ায় আদালত পর্যন্ত। বুধবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়। তার আগে পরিস্থিতি শান্ত করতে তিনদিনের জন্য স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

উল্লেখ্য, মঙ্গলবার ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই তোলা হয়েছে গেরুয়া পতাকা। জয় শ্রীরাম স্লোগান চলেছে প্রতিষ্ঠানজুড়ে। মুসলিম পড়ুয়ারাও পাল্টা আল্লাহর নামে স্লোগান দিতে থাকে। উভয় সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের এই সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এমনকি পড়ুয়ারা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।