Haiti: গুলি চলল, পালিয়ে বাঁচলেন প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র বানচাল। ষড়যন্ত্রীরা গুলি চালিয়ে প্রধানমন্ত্রীকে খুনের চেষ্টা করে পার পেল না। হাইতির প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা গুলি চালিয়ে একজনকে খতম করলেন। হামলার চেষ্টার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করেছে…

haiti-prime-minister

ষড়যন্ত্র বানচাল। ষড়যন্ত্রীরা গুলি চালিয়ে প্রধানমন্ত্রীকে খুনের চেষ্টা করে পার পেল না। হাইতির প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা গুলি চালিয়ে একজনকে খতম করলেন।

হামলার চেষ্টার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করেছে হাইতি সরকার। দেখা যাচ্ছে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালানো হয়।  এক গির্জায় এই হামলার ঘটনা ঘটে।

গুলি শুরুর পর হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার নিরাপত্তা কর্মীরা গাড়ির দিকে ছুটে আত্মরক্ষা করেন। হাইতি নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়। 

Advertisements

গত বছর থেকে পরপর রাজনৈতিক ষড়যন্ত্রে তীব্র অস্থিরতা ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে। গত বছর ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট অউ প্রিন্সে প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে খুন হন। সেই হত্যাকাণ্ডের পরে হাইতিতে শুরু হয়েছে ক্ষমতা দখলের চক্রান্ত।

এবার প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে খুনের চেষ্টা তারই ইঙ্গিত। তিনি ক্ষমতায় আসার পর দেশটির অপহরণকারী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা করেছেন।