জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা, কাশ্মীরের তিনটি অঞ্চলে কড়া অভিযান

Chhattisgarh ATS Detains Two Teenagers for Alleged ISIS Connections
Chhattisgarh ATS Detains Two Teenagers for Alleged ISIS Connections

জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং উদমপুর জেলায় জঙ্গিদের (Kashmir Terrorists)  উপস্থিতির খবর পেয়ে বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর তরফে ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান চালানো হয়। সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে, যার মূল লক্ষ্য—দুর্গম অরণ্য এলাকায় লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের খুঁজে বের করা এবং তাদের নিষ্ক্রিয় করা।

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজৌরির কান্দি এলাকার বীরন্থুব অঞ্চলে পুলিশের সঙ্গে একদল জঙ্গির গুলির লড়াই হয়। ওই সংঘর্ষের পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

   

এদিকে, জম্মু ও কাশ্মীরেরই আরেক জেলা উদমপুরের বসন্তগড় এলাকার ধরনি টপ অঞ্চলে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা আধিকারিকরা। খবর পাওয়া মাত্রই পুলিশের সঙ্গে সমন্বয় রেখে সেনা এবং সিআরপিএফ বাহিনী ওই এলাকাতেও অভিযান শুরু করে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিরা স্থানীয় অরণ্য এলাকার সুবিধা নিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করছে। ফলে গোটা অঞ্চল জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং আকাশপথেও নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। রাজৌরি এবং উদমপুরের পাশাপাশি সংলগ্ন এলাকাতেও এই চিরুনি অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত জঙ্গিদের সঙ্গে নতুন করে কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে নির্দেশ জারি করে বলা হয়েছে, কেউ যেন কোনও সন্দেহজনক কিছু দেখলে বা শুনলে সঙ্গে সঙ্গে কাছাকাছি পুলিশ স্টেশন বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। এছাড়াও লোকজনকে ওইসব এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন