স্পেনের এই মিডফিল্ডারকে দলে টানল গোকুলাম

albert torras Gokulam Kerala FC

আইলিগের চতুর্থ স্থানে থেকেই গত মরসুম শেষ করেছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। যেটা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। এছাড়াও প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল গোকুলাম (Gokulam Kerala FC)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল ক্লাবের। সময় এগোনোর সাথে সাথেই তাঁদের যোগদানের কথা জানিয়েছে।

সময় এগোনোর সাথে সাথেই একের পর এক চমক দিয়েছে ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরেক স্প্যানিশ ফুটবলারের নাম। তিনি অ্যালবার্ট টোরাস। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের যোগদানের কথা জানিয়েছে দুইবারের আইলিগ জয়ীরা। ভারতে আসার পূর্বে স্প্যানিশ ক্লাব এস ডি ইজিয়ের সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এবার ভারতীয় ফুটবল সার্কিটে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে তাঁর কাছে।

   

উল্লেখ্য, নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন স্পেনে। বার্সার যুব দলে খেলার পাশাপাশি উলভসের মতো ইংলিশ ক্লাবে ও খেলেছেন তিনি। এস স্প্যানিয়ান ইয়ুথের মধ্যে দিয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করার পর বার্সা সহ দিপোর্তিভর মতো দলে ও সুযোগ পেয়েছেন একাধিকবার। এবার আইলিগে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন