Marburg virus: দেশে ইবোলার মতো অতি সংক্রামক ভাইরাসের হানা

এবার পশ্চিম আফ্রিকায় ইবোলার মতো অতি সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিল। জানা গিয়েছে, ঘানায় মারবুর্গ ভাইরাসের (Marburg Virus) দুটি কেস নিশ্চিত হয়েছে।

বলা হচ্ছে, এই ভাইরাস ইবোলার মতো একটি অত্যন্ত সংক্রামক রোগ। ইতিমধ্যেই নাকি এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু অবধি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই পরীক্ষাগুলি সেনেগালের একটি পরীক্ষাগারের দ্বারা যাচাই করা হয়েছিল, যাতে কেসগুলি নিশ্চিত বলে মনে করা হয়।

   

ঘানা হেলথ সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে,
“সেনেগালের ডাকারের ইনস্টিটিউট পাস্তুরে আরও পরীক্ষা করে ফলাফলগুলি নিশ্চিত করা হয়েছে।”

এটি পশ্চিম আফ্রিকায় মারবুর্গের দ্বিতীয় প্রাদুর্ভাব। এই অঞ্চলে ভাইরাসটির প্রথম কেসটি গত বছর গিনিতে সনাক্ত করা হয়েছিল, আর কোনও কেস সনাক্ত করা যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন