ভোটের আগে দ্রুত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিন

Hundreds of Personal IDs Found in Pond: Aadhaar Card Leak Suspected in Purba Bardhaman

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভোটারদের ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের নম্বরের সঙ্গে যুক্ত করতে প্রচার শুরু করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে খবর। এজন্য ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে ১০০ শতাংশ ভোটারের কাছ থেকে স্বেচ্ছায় আধার নম্বর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

Advertisements

এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি অজয় কুমার রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকা দিয়েছেন, যাতে আধার নম্বর নেওয়া এবং ভোটার আইডির সাথে লিঙ্ক করার আইনি বিধানও ব্যাখ্যা করা হয়েছে। ভোটারকে ফর্ম-৬বি পূরণ করে জমা দিতে হবে তাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর যুক্ত করতে। যদিও এই মুহূর্তে এটি ভোটারদের জন্য সম্পূর্ণ স্বেচ্ছাসেবী, কোনও তার ইচ্ছা অনুযায়ী লিঙ্কটি সম্পন্ন করতে পারেন। একই সঙ্গে কোনও ভোটার যদি আধার ও ভোটার আইডি লিঙ্ক না করেন, তাহলে তাঁদের কোনও তথ্য এখনই ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে না।

   
Advertisements

নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি অজয় কুমার জানিয়েছেন, জুলাই মাসে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করা হবে। একই সঙ্গে ভোটার আইডির সঙ্গে আধার কার্ড যুক্ত করে শিবির করে আধার নম্বর দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করা যাবে।