World War 3: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরুর দাবি করল রাশিয়ার টিভি চ্যানেল

বিখ্যাত রুশ রণতরী মোস্কভা কৃষ্ণসাগরে ডুবে যাওয়ার সংবাদ পরিবেশনের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ (World War) শুরু বলে দাবি করেছে রাশিয়ার এক টিভি চ্যানেল। ওই সংবাদ মাধ্যম…

Full-scale World War Three

বিখ্যাত রুশ রণতরী মোস্কভা কৃষ্ণসাগরে ডুবে যাওয়ার সংবাদ পরিবেশনের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ (World War) শুরু বলে দাবি করেছে রাশিয়ার এক টিভি চ্যানেল। ওই সংবাদ মাধ্যম থেকে এমন দাবির পর বিশ্ব জুড়ে আলোড়ন। আন্তর্জাতিক মহলের ধারণা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ মতো এমন সংবাদ পরিবেশন করা হয়। ইউক্রেন যুদ্ধের (Ukraine War) প্রেক্ষিতে আগেও এমন দাবি করা হলেও রুশ চ্যানেলের দাবি ঘিরে আরও বিতর্ক।

কৃষ্ণসাগরে রুশ রণতরী মোস্তভার উপর ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইউক্রেন। আর রাশিয়া জানায় যুদ্ধ জাহাজটিতে বিরাট বিস্ফোরণ হয়। সেটি মেরামত করে ডকে আনার আগে ডুবে যায়।

   

সোভিয়েত জমানার রুশ যুদ্ধ জাহাজ মোস্কভা বিস্ফোরণের পর ডুবেছে এই সংবাদের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কেন্দ্র পেন্টাগন দাবি করে, রুশ নৌবাহিনীর বিরাট ধাক্কা খেল। এর পরেই রাশিয়া ওয়ান টিভি চ্যানেলে মোস্কভা ডুবে যাওয়ার সংবাদে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু’ বলে দাবি করা হয়।

ওই চ্যানেলের ।উপস্থাপক ওগলা স্কাবেয়েভা দর্শকদের বলেন, যা তীব্রতা বেড়েছে তাকে নির্বিঘ্নে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে। তিনি জোর দিয়ে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যে শুরু হয়েছে এটি সম্পূর্ণরূপে নিশ্চিত। এই ভিডিও বিশ্ব জুড়ে ছড়িয়েছে।

মোস্কভা রণতরী থেকে ইউক্রেনের স্নেক আইল্যান্ডে হামলা করে আত্মসমর্পণ না করতে চাওয়া ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলার সংবাদ এসেছিল। পরে জানা যায় তারা রাশিয়ার হাতে বন্দি। স্নেক আইল্যান্ডে দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় অডিও টেপ শুনেছে দুনিয়া। সেই মোস্কভা জাহাজ ধংস করার দাবি করেছে ইউক্রেন।