UK: আচমকা পদত্যাগ বরিস জনসনের রাজনৈতিক উপদেষ্টা সহ চার জনের, ইংল্যান্ডে তুলকামাল

সরকার কি পড়ে যাবে? নাকি খোদ প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চলেছেন? ইংল্যান্ডে (UK) তুলকামাল শুরু। বিশ্বজুড়ে আলোড়ন। লকডাউন নিয়ম ভেঙে মদ খাওয়ার পার্টি দিয়ে সংকটের মুখে…

সরকার কি পড়ে যাবে? নাকি খোদ প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চলেছেন? ইংল্যান্ডে (UK) তুলকামাল শুরু। বিশ্বজুড়ে আলোড়ন। লকডাউন নিয়ম ভেঙে মদ খাওয়ার পার্টি দিয়ে সংকটের মুখে বরিস জনসন। তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েও পার পাননি।

Advertisements

Advertisements

লকডাউনে জন্মদিনের অনুষ্ঠানসহ একাধিক পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার দাবি দাবি জোরালো হচ্ছে। এবার বরিস জনসনের ঘনিষ্ঠ ৪ সহযোগী পদত্যাগ করেছেন।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, পদত্যাগকারী হলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস, চিফ অব স্টাফ রোজেনফিল্ড, যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং তার প্রধান রাজনৈতিক কৌশলী মুনিরা মির্জা।পদত্যাগী কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের সেই বিতর্কিত পার্টিতে ছিলেন।

শুধু লকডাউনের মধ্যে মদের পার্টির আয়োজনে যোগ দেওয়া নয়, বরিস জনসনের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, গত বছরের এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময়ও ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেটি ছিল বরিস জনসনের যোগাযোগ বিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে জমায়েত।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এসব কেলেঙ্কারির জন্য তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারাও ইতিমধ্যে তার পদত্যাগ দাবি করেছেন।

বিরোধী দল লেবার পার্টির তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যখন নিজেই আইন ভেঙেছেন তখন তাঁকে সরানো না হলে দেশবাসীর কাছে সংসদ নিয়ে ভুল বার্তা যাবে।