ISL: মুম্বই’র বিরুদ্ধে ড্র ম্যাচে খেলোয়াড়দের ঢাল হলেন হুয়ান ফেরান্দো

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল হারিয়ে দুরন্ত ছন্দে থাকা ATK মোহনবাগানের বৃ্হস্পতিবার ১-১ গোলে ড্র করলো, মুম্বই সিটি…

Juan Ferrando

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল হারিয়ে দুরন্ত ছন্দে থাকা ATK মোহনবাগানের বৃ্হস্পতিবার ১-১ গোলে ড্র করলো, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

ম্যাচের ৯ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে যায় মেরিনার্স ক্যাম্প। কিন্তু বিধি বাম! ২৪ মিনিটে সবুজ মেরুন স্কোয়াডের অধিনায়ক প্রীতম কোটালের আত্মঘাতী গোলের সুবাদে মুম্বই ১-১ গোলের সমতায় ফিরে আসে। প্রীতম কোটালের ওই আত্মঘাতী গোল ম্যাচের টার্নিং পয়েন্ট।

এরপর খেলা শেষে প্রেস মিটে এসে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর মাস্টার স্টোর্ক। নিজের টিমের খেলোয়াড়দের চরম সমালোচনার মুহুর্তে দাঁড়িয়ে একজন আদর্শ অভিভাবকের ভূমিকায় দেখা গেল ফেরান্দোকে।সশরীরে প্রেস মিটের ময়দানে নেমে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে সবুজ মেরুন ফুটবলারদের অত্যন্ত সুকৌশলে আড়াল করে, ঢাল হয়ে দাঁড়ালেন প্রীতম কোটালদের হেডস্যার হুয়ান ফেরান্দো। পরিষ্কার ভাষায় বলেই দিলেন,”দাঁড়াচ্ছে। সব দলকেই অবশ্য এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের দলে যেমন রয়ের চোট আছে। উইলিয়ামসকে মাঝপথে চোটের জন্য তুলে নিতে হল। কিয়ানেরও চোট হয়েছে। কাউকো ১৫ দিন পরে মাঠে নামল। এই রকম একটা কঠিন সময়েও দল যখন বিপক্ষকে চাপে রাখতে পারছে, আক্রমণ তৈরি করছে, প্রচুর গোলের সুযোগ পাচ্ছে, তখন আমার খুশি হওয়ারই কথা। কিন্তু অন্য দলগুলোর মতো আমাদেরও নানা সমস্যা সত্ত্বেও মাঠে দল নামাতে হচ্ছে। এই অবস্থায় ছেলেদের পাশে দাঁড়াতেই হবে।”

মুম্বই’র বিরুদ্ধে ড্র করাতে ISL পয়েন্ট টেবিলে ATKমোহনবাগান এখন ১২ ম্যাচে২০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে। এছাড়া ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণকে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো প্রথম একাদশে ঠাইতো দেয়ই নি, উল্টে রিজার্ভ ৯ জন খেলোয়াড় হিসেবেও সাইড বেঞ্চে বসার সুযোগ দেয় নি।