UP: বিজেপি ত্যাগী স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যোগী সরকারের

২৪ ঘণ্টাও কাটল না, উত্তরপ্রদেশের রাজনীতিতে নয়া মোড় এল। সদ্য বিজেপি ত্যাগ করা স্বামী প্রসাদ মৌর্যের  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। গতকালই তিনি বিজেপি…

২৪ ঘণ্টাও কাটল না, উত্তরপ্রদেশের রাজনীতিতে নয়া মোড় এল। সদ্য বিজেপি ত্যাগ করা স্বামী প্রসাদ মৌর্যের  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। গতকালই তিনি বিজেপি থেকে ইস্তফা দেন।

মৌর্যকে বুধবার ‘হেট স্পিচ’ মামলায় আদালতে হাজির হতে বলা হয়েছিল কিন্তু তিনি উপস্থিত হননি। ধর্মীয় ঘৃণা উস্কে দেওয়ার মামলায় তাকে এখন ২৪ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। ২০১৪ সালে করা একটি বিতর্কিত মন্তব্যের কারণে গ্রেফতার হতে পারেন মৌর্য। সেইসময়ে তিনি মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিতে ছিলেন।

   

সেইসময় মৌর্য বলেন, “দেবী গৌরী বা ভগবান গণেশের বিয়ের সময় পূজা করা উচিত নয়। দলিত ও অনগ্রসর জাতিকে বিভ্রান্ত ও দাস ত্বরান্বিত করার জন্য এটি উচ্চবর্ণের অধ্যুষিত ব্যবস্থার ষড়যন্ত্র।”

Advertisements

এদিকে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাটনা আদালত। তবে আদালতের তরফ থেকে বলা হয়েছে, নতুন করে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। অনেক আগেই এই পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ওপর স্বামী প্রসাদ মৌর্য স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, যার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যদিও এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে বিশিষ্ট মহল। 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News