জনধন স্কিম কেন্দ্রের বড়সড় পদক্ষেপ ছিল, উপকৃত হয়েছেন বেশিরভাগ মহিলা

মহিলাদের জন্য বড় ঘোষণা করল অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) রবিবার বলেছেন, জনধন যোজনা আর্থিক বৃদ্ধির দিকে একটি বড় পদক্ষেপ যা সমাজের…

জনধন স্কিম কেন্দ্রের বড়সড় পদক্ষেপ ছিল, উপকৃত হয়েছেন বেশিরভাগ মহিলা

মহিলাদের জন্য বড় ঘোষণা করল অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) রবিবার বলেছেন, জনধন যোজনা আর্থিক বৃদ্ধির দিকে একটি বড় পদক্ষেপ যা সমাজের সমস্ত সুবিধাবঞ্চিত অংশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারে। আর এই স্কিমের মাধ্যমে সবথেকে বেশি লাভবান হয়েছেন মহিলারা।

প্রধানমন্ত্রী জনধন যোজনার (পিএমজেডিওয়াই) আট বছর পূর্তি উপলক্ষে জারি করা এক সরকারি বিবৃতিতে অর্থমন্ত্রী সীতারমণ বলেছেন, ব্যাঙ্কিং পরিষেবার আওতার বাইরে থাকা ব্যক্তিদের আর্থিক ব্যবস্থার অংশ করে আর্থিক অন্তর্ভুক্তির দিকে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০১৪ সালের ২৮ আগস্ট পিএমজেডিওয়াই চালু হয়। এই প্রকল্পের আওতায় ১.৭৪ লক্ষ কোটি টাকা জমা দিয়ে ৪৬ কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সীতারমণ বলেন, এই প্রকল্পের সাহায্যে দেশের ৬৭ শতাংশ গ্রামীণ মানুষ এখন ব্যাঙ্কিং পরিষেবায় পৌঁছে গিয়েছে। তা ছাড়া, এখন ৫৬ শতাংশ মহিলার জনধন অ্যাকাউন্টও রয়েছে।

Advertisements

অর্থমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “২০১৮ সালের পরেও পিএমজেডিওয়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটি দেশে আর্থিক অন্তর্ভুক্তির উদীয়মান দৃশ্যকল্পের চাহিদা এবং চ্যালেঞ্জগুলি পূরণের অভিপ্রায় দ্বারা পরিচালিত হয়েছিল। তিনি বলেন, ‘এখন প্রতিটি পরিবারের পরিবর্তে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ব্যাংক অ্যাকাউন্ট রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, মানুষের জনধন অ্যাকাউন্টকে আধার নম্বর ও মোবাইল নম্বরের (জেএএম) সঙ্গে যুক্ত করার ব্যবস্থা বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের কাছে সরাসরি টাকা পাঠানোকে সুবিধাজনক করে তুলেছে।