সেতুর মাধ্যমে একসঙ্গে জুড়ল রাশিয়া-চিন

এবার একসঙ্গে জুড়ল রাশিয়া চিন। জানা গিয়েছে, শুক্রবার রাশিয়া ও চিনের মধ্যে প্রথম সড়ক সেতুর উদ্বোধন করা হয়। দুই দেশই আশা করছে, এই সেতু চালু…

এবার একসঙ্গে জুড়ল রাশিয়া চিন। জানা গিয়েছে, শুক্রবার রাশিয়া ও চিনের মধ্যে প্রথম সড়ক সেতুর উদ্বোধন করা হয়। দুই দেশই আশা করছে, এই সেতু চালু হওয়ার পর বাণিজ্য আরও চাঙ্গা হবে।

Advertisements

প্রসঙ্গত, এই আন্তঃসীমান্ত সেতুটি এমন এক সময়ে উদ্বোধন করা হয়েছে যখন ইউক্রেনে হামলার কারণে মস্কো আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, সেতুটি রাশিয়ার শহর ব্লাগোভেশচেনস্ককে আমুর নদীর ওপারে চিনের হেইহে শহরের সাথে সংযুক্ত হয়েছে। সেতুটি মাত্র এক কিলোমিটার দীর্ঘ এবং এটি তৈরি করতে খরচ হয়েছে ১৯ বিলিয়ন রুবেল (৩৪২ মিলিয়ন মার্কিন ডলার)।

রুশ কর্মকর্তারা বলছেন, এই সেতু বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে মস্কো ও বেজিংকে একত্রিত করবে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের পক্ষ থেকে ‘নো-বর্ডার’ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।

রাশিয়ার ক্রেমলিনের প্রতিনিধি ইউরি ট্রুটনেভ বলেন, “আজকের বিভক্ত বিশ্বে, রাশিয়া ও চিনের মধ্যে ব্লাগোভেশচেনস্ক-হেহে সেতুর একটি বিশেষ প্রতীকী অর্থ রয়েছে। “

উদ্বোধনী অনুষ্ঠানে চিনের ভাইস-প্রিমিয়ার হু চুনহুয়া বলেন, চিনের সব ক্ষেত্রেই রাশিয়ার সঙ্গে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে চায়।

রাশিয়ার পরিবহণমন্ত্রী ভিটালি সেভিভ বলেছেন, এই সেতুটি ১০ লাখ টনেরও বেশি পণ্যের জন্য দ্বিপাক্ষিক বার্ষিক বাণিজ্য বাড়াতে সহায়তা করবে।