Ukraine War: ভ্লাদিমির পুতিনের মাথার দাম জেনে নিন, ধরিয়ে দিলেই একাউন্ট পে

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট এখন বিশ্বজুড়ে ধীকৃত। এমনকি রাশিয়ার বন্ধু দেশগুলির তরফে পুতিনকে ঠান্ডা হওয়ার অনুরোধ করা হচ্ছে। আর পুতিনের নির্দেশে রুশ সেনা…

putin 1 Ukraine War: ভ্লাদিমির পুতিনের মাথার দাম জেনে নিন, ধরিয়ে দিলেই একাউন্ট পে

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট এখন বিশ্বজুড়ে ধীকৃত। এমনকি রাশিয়ার বন্ধু দেশগুলির তরফে পুতিনকে ঠান্ডা হওয়ার অনুরোধ করা হচ্ছে। আর পুতিনের নির্দেশে রুশ সেনা লাগাতার হামলা করছে ইউক্রেনে (Ukraine War)। বাড়ছে মৃতের সংখ্যা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর গত বুধবার পুতিনকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক রুশ ব্যবসায়ী। জীবিত অথবা মৃত পুতিনকে তার সামনে দেখতে চেয়ে বিজ্ঞাপন দেন তিনি। 

   

ওই রুশ এই ব্যবসায়ী পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন ১ মিলিয়ন ডলার। (ভারতীয়  মুদ্রায় ৭ কোটি ৬১ লাখ ৬৯ হাজার ৩০০ টাকা)

অ্যালেক্স কোনানিখিন নামের রুশ ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে পুতিনের মাথার দাম ঘোষণা করে পোস্ট দিয়েছেন। তিনি এই প্রস্তাবকে তার ‘নৈতিক দায়িত্ব’ বলে মনে করছেন

পোস্টে কোনানিখিন লেখেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ওই কর্মকর্তাকে ১ লাখ মার্কিন ডলার দেবো, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে।

তিনি আরও লেখেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ায় ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন।

পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করেন। সেখানে লেখেন, ওয়ান্টেড: জীবিত বা মৃত। গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন। এর জেরে তীব্র বিতর্ক হয়। অ্যালেক্স কোনানিখিন পোস্টটি পরবর্তীতে মুছে দেন।