Bangladesh: বাংলাদেশি যুক্তিবাদী অনন্ত বিজয় দাশের খুনি জঙ্গিদের ফাঁসির রায়

প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল বাংলাদেশের (Bangladesh) যুক্তিবাদী ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে। সেই হামলার দায় নেয় জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম। ২০১৫ সালের…

Bangladeshi rationalist Ananta Vijay Das

প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল বাংলাদেশের (Bangladesh) যুক্তিবাদী ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে। সেই হামলার দায় নেয় জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম। ২০১৫ সালের এই ঘটনায় ধৃত ও পলাতক মোট চার জঙ্গির ফাঁসির সাজা দিল আদালত। একজন খালাস হয়েছে।

ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন।

যুক্তিবাদী লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামী আনসার বাংলা টিএমের সদস্য। এই সংগঠনটি উগ্র ধর্মীয় মতবাদে বিশ্বাসী।
হত্যায় জড়িতরা হলে আবুল হোসেন (২৫), ফয়সাল আহমদ (২৭), মামুনুর রশীদ (২৫), মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), রশীদ আহমদ (২৫) সাফিউর রহমান ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। বন্দি অবস্থায় মান্নান মারা যায়। এ ছাড়া আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক।

Advertisements

২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে সিলেটে দিনদুপুরে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায় স্বীকার করে আনসার বাংলা টিম। নিহত অনন্তর দাদা রতেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।