Militant attack: বোরখা পরে কাশ্মীরের আধাসেনা ক্যাম্পে হামলা

হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছিল দিন কয়েক আগে। এরই মাঝে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ভিডিও। বোরখায় সমগ্র শরীর ঢেকে এসে বোমা ছুঁড়ল এক ব্যক্তি। যদিও বোরখায়…

burka-clad militant attacks CRPF camp in Kashmir with petrol bomb

হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছিল দিন কয়েক আগে। এরই মাঝে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ভিডিও। বোরখায় সমগ্র শরীর ঢেকে এসে বোমা ছুঁড়ল এক ব্যক্তি। যদিও বোরখায় ঢাকা শরীর মহিলা না পুরুষের তা এখনও স্পষ্ট নয়। কাশ্মীরের (Kashmir) ওই ভিডিও ভাইরাল হয়েছে। যা ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

চলতি সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সোপোরে সিআরপিএফ বাঙ্কারে বোমা ছুঁড়ল এক মহিলা। ভাইরাল এই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বোরখা পরা এক মহিলা রাস্তায় যেতে যেতে হটাত করেই সিআরপিএফ বাঙ্কারের সামনে দাঁড়ান এবং ব্যাগ থেকে বিস্ফোরক বের করে বাঙ্কারের দিকে ছুঁড়ে মারে। এর পরই ওই মহিলা ছুটে এলাকা ছাড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বোরখা পরা ওই মহিলা পেট্রোল বোমা ছুঁড়ে মারেন সিআরপিএফ বাঙ্কারে।

   

ফুটেজ অনুসারে দেখা গিয়েছে মহিলা বিস্ফোরক ব্যাগ থেকে বের করতেই তাতে আগুন ধরে যায় এবং সেই অবস্থাতেই সেটি বাঙ্কারের দিকে ছুড়ে মারে সে। এর পরই ওই মহিলা দ্রুত ওই এলাকা ছেড়ে ছুটে পালিয়ে যান। ঘটনার আকস্মিকতায় পথ চলতি মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে শুরু করেন। সেই সঙ্গে দেখা গিয়েছে সিআরপিএফ জওয়ানরা আগুন নেভাতে জল ভর্তি বালতি হাতে বাঙ্কারের দিকে ছুটে যাচ্ছেন ।

যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার, এক বিবৃতিতে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন “বোরখা পরিহিত মহিলাকে চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে”। শোপিয়ান জেলায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) একটি ক্যাম্পে ঠিক এর তিনদিন আগেই গ্রেনেড হামলা হয়।