দুর্ঘটনার কবলে নেইমারের বিমান! রক্ষা পেলেন সস্ত্রীক ব্রাজিল তারকা

Emergency landing and "fright" for Neymar in Brazil

দুর্ঘটনার কবলে ব্রাজিলের সুপারস্টার ফুটবলার নেইমারের বিমান(Neymar)। একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ব্রাজিলের তারকা। সম্প্রতি মায়ামিতে ছুটি কাটাতে গেছিলেন ব্রাজিলের এই সুপারস্টার ফুটবলার। মায়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এবং বোন রাফায়েলার সঙ্গে দেখা গেছে তাকে।

ওখান থেকে ব্রাজিলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে নেইমারের বিমান। বার্বাডোজ থেকে বিমানটি ওড়ার পর খারাপ আবহাওয়ার মুখে পড়ে। শুরু হয় তীব্র ঝাঁকুনি, পাইলট সিদ্ধান্ত নেয় জরুরি অবতরণ করার। এরপর উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেই বিমান। খারাপ আবহাওয়ার মধ্যে আর বিমান চালানোর ঝুঁকি নেননি পাইলট।

   

ঘণ্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে উড়তে পারে নেইমারের বিমান।ভাই – বোন কারোরই কোনও চোট লাগেনি, তবে ব্রাজিলের বেশ কিছু সংবাদ মাধ‍্যম দাবী করছেন সেই বিমানে ছিলেন না নেইমার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন