Sunday, December 7, 2025
HomeUncategorizedTwitter: গণভোটে গো হারা ইলন মাস্ক ছাড়লেন টুইটার কর্তৃত্ব

Twitter: গণভোটে গো হারা ইলন মাস্ক ছাড়লেন টুইটার কর্তৃত্ব

- Advertisement -

টুইটারের (Twitter) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তাঁর সরে দাঁড়ানো দরকার বলেই মতামতের পক্ষে বেশি ভোট পড়েছে।

ইলন মাস্কের জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষই তাঁকে পদত্যাগ ককে চলে যাওয়ার পক্ষে মতামত দেয়। এরপর পদত্যাগের সিদ্ধান্ত জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের। বুধবার টুইটারে দেওয়া এক বার্তায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন মাস্ক।

   

টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কিনা এই প্রশ্ন নিজেই তুলেছিলেন ইলন মাস্ক। তিনি নিজেই পরিসংখ্যান ও জরিপের কাজ শুরু করেন। এতে ৫৭.৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইলন মাস্কের উচিত টুইটারের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়া।

গত অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রাক্তন সিইও সহ শীর্ষ কর্মকর্তাদের তাড়ানোর কাজ করছিলেন মাস্ক। পরপর ছাঁটাই করে বির্তকে জড়িয়ে পড়েন। টুইটারে আনেন ব্যাপক পরিবর্তন। লক্ষাধিক টুইটার অ্যাকাউন্ট মুছে দিয়ে বিতর্কে জড়ান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular