কবে এটিকে মোহনবাগানের প্রাক্টিসে নামবেন স্লাভকো, জানুন বিস্তারিত

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরুর আগেই সার্বিয়ার ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচকে (slavko damjanovic) দলে নিয়ে বিরাট চমক দিয়েছে এটিকে মোহনবাগান।ইতিমধ্যে সবুজ মেরুন শিবিরে সই পর্ব মিটেছে ভারতের…

slavko damjanovic

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরুর আগেই সার্বিয়ার ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচকে (slavko damjanovic) দলে নিয়ে বিরাট চমক দিয়েছে এটিকে মোহনবাগান।ইতিমধ্যে সবুজ মেরুন শিবিরে সই পর্ব মিটেছে ভারতের মাটিতে পোড় খাওয়া এই ডিফেন্ডারের, এমনটাই শোনা যাচ্ছে।

বিভিন্ন সংবাদ মাধ‍্যমের তরফে গতকাল দাবি জানানো হয়েছিল এটিকে মোহনবাগানে আসতে চলেছে স্লাভকো ডামজানোভিচ।ফ্লোরেন্টিন পোগবার বদলে স্লাভকো কে দলে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।

নতুন বছরের শুরু থেকেই বিদেশি ফুটবলারের দলবদলের খবর গুলো প্রকাশ‍্যে আসবে।সব মিলিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে সবুজ মেরুনের জার্সি গায়ে অনুশীলনে নামবেন এই তারকা বিদেশি ফুটবলার।আইএসএলে খেলার অভিজ্ঞতার সুবাদে এই তিরিশ বছর বয়সী ফুটবলার কে বেছে নিয়েছে এটিকে মোহনবাগান।২০২১-২২ মরশুমের আইএসএলের প্রাক্তন চ‍্যাম্পিয়ান ক্লাব চেন্নাইয়ান এফসিতে খেলেছিলেন স্লাভকো।ইদানিং খেলছিলেন সার্বিয়ার প্রথম ডিভিশন লিগে।নিঃসন্দেহে এই অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডারকে দলে নিয়ে শক্তি বাড়ালো এটিকে মোহনবাগান।

প্রসঙ্গত,স্ট্রাইকার নেওয়ার ক্ষেত্রেও চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান।সূত্রের খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে নেবে এটিকে মোহনবাগান,এমনটাই মনে করা হচ্ছে।ইতিমধ্যে এব‍্যাপারে কথাবার্তা এগিয়েছে জানা গেছে।ডিফেন্স পজিশনের ফুটবলার কনফার্ম থাকায় দলের গোলের খড়া কাটাতে অস্ট্রেলিয়ার কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে আনতে চায় সবুজ মেরুন শিবির।

এক্ষেত্রে ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্টার ফরোয়ার্ড মিচেল ডিউকের নাম শোনা যাচ্ছিলো।সদ‍্য সমাপ্ত কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ডিউক।চার ম‍্যাচে একটা গোল করেছিলেন তিনি।বর্তমানে জে টু লিগের একটি ক্লাবে খেলছেন।তার চুক্তি ৩১ জানুয়ারি,২০২৩ সাল অবধি।সব কিছু ঠিকঠাক থাকলে ডিউক’কে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখার সম্ভাবনা প্রবল।এছাড়া আরও ৫ জন বিদেশি ফুটবলারের শর্ট লিস্ট করা আছে।যাদের মধ্যে একজন এবারের কাতার এবং নাইজেরিয়ার তারকা ফুটবলার আছেন।শেষ অবধি অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কে সবুজ মেরুন জার্সি গায়ে দেখা যায় কিনা,এখন নজর থাকবে সেই দিকে।