ইডির তরফে তলব করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য। ইতিমধ্যে ইডির হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এরই মাঝে ফের বিস্ফোরক তথ্য দিয়েছেন ইডির আধিকারিকরা।
গত শনিবার এসএসসি দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেদিন রাজ্যের প্রায় ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডির দল। সেদিন রাতেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ইডির আধিকারিকরা জানিয়েছেন, এই তল্লাশি অভিযান চলাকালীন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে বেশ কিছু নথি, সিডি পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয়, ২০১৬-র গ্রুপ ডি স্টাফ নিয়োগের ফাইনাল রেজাল্ট, বেশকিছু অ্যাডমিট কার্ড। একইসঙ্গে পার্সোনালিটি টেস্টেরও কিছু নথি মেলে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম রয়েছে। পাশাপাশি আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গেছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত একথা হাইকোর্টে জানিয়েছে ইডি।