‘সব নথি নিয়ে গিয়েছেন মমতা ও তৃণমূল’! আই-প্যাক মামলায় হাইকোর্টে বিস্ফোরক ইডি

ED I-PAC case Mamata Banerjee

কলকাতা: আই-প্যাক দফতরে তল্লাশি এবং তথ্য বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং তৃণমূল কংগ্রেসের সংঘাত এবার চরমে। বুধবার কলকাতা হাইকোর্টে ইডি চাঞ্চল্যকর দাবি করে জানায় যে, কেন্দ্রীয় সংস্থা তল্লাশি শুরু করার আগেই তৃণমূল কংগ্রেস এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সরিয়ে ফেলেছেন। এই ঘটনায় তদন্তের গোপনীয়তা ও তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ তুলেছে ইডি।

Advertisements

আদালতে ইডির বিস্ফোরক দাবি

গত সপ্তাহে রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আই-প্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাসভবন ও দফতরে তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশির আইনি বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা চলাকালীন ইডির পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জানান, তদন্তকারী দল পৌঁছানোর আগেই যাবতীয় গুরুত্বপূর্ণ মেটেরিয়াল বা নথি সরিয়ে নেওয়া হয়েছে। এই মামলার পিটিশনে ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একটি পক্ষ (Party) হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

   

সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা ED I-PAC case Mamata Banerjee

হাইকোর্টে শুনানির শুরুতেই ইডির আইনজীবী জানান, তাঁরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। যেহেতু দেশের সর্বোচ্চ আদালতে এই সংক্রান্ত পিটিশন দাখিল করা হয়েছে, তাই হাইকোর্টে এই মামলার শুনানি আপাতত স্থগিত রাখার আর্জি জানায় ইডি। এসভি রাজু সওয়াল করেন, যখন কোনো বিষয় শীর্ষ আদালতে বিচারাধীন থাকে, তখন উচ্চ আদালতের সেই শুনানি এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়।

তৃণমূল ও মুখ্যমন্ত্রীর পাল্টা সওয়াল

তৃণমূলের আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে জানান, দল কেবল তাদের তথ্যের (Data) সুরক্ষা চাইছে। অন্যদিকে, ইডির স্থগিতাদেশের আর্জির তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শিবিরের দাবি, কেন্দ্রীয় সংস্থা অহেতুক তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে এবং তথ্য চুরির ভিত্তিহীন অভিযোগ তুলছে।

আইনি জটিলতা ও রাজনৈতিক মহলের নজর

আই-প্যাকের মতো সংস্থাকে ঘিরে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা এবং খোদ মুখ্যমন্ত্রীকে মামলায় পক্ষ করা রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। ইডি কেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে নথি সরানোর অভিযোগ তুলল, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এখন দেখার, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয় এবং কলকাতা হাইকোর্টে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

West Bengal: The ED tells Calcutta HC that TMC and Mamata Banerjee removed all materials before I-PAC raids. As the legal battle shifts to the Supreme Court, the agency alleges evidence tampering. Read the latest updates on this major political showdown.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements