ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) কেন্দ্র করে মাঠে ময়দানে বহু প্রশ্ন। যার মধ্যে অন্যতম, ইমামির সঙ্গে সই পর্ব কবে হচ্ছে। কারণ ট্রান্সফার উইন্ডো অনেক দিন হল খুলে গিয়েছে। অন্য দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। ইস্টবেঙ্গল সেখানে থমকে রয়েছে।
সংবাদ মাধ্যমে লাল হলুদ কর্তা দেবব্রত সরকার বলেছেন, “দোষটা ওদের নয়।” ওদের মানে ইমামি কর্ম কর্তাদের তিনি বোঝাতে চেয়েছেন। “হয়তো পাঁচ দিন সময় লেগেছে। তবে চুক্তি করতে ওরাও তো ২৫ দিন সময় নিয়েছ। দোষটা ওদের নয়। সব কিছু দেখে নিয়ে তবেই করতে হবে। আমাদেরও তাই করা হয়েছে”, দেবব্রত বলেছেন।
নবান্নে সাংবাদিক বৈঠক হয়েছিল প্রায় এক মাস আগে। মাঝের সময়টা কেটেছে আলাপ-আলোচনা, চুক্তির খসড়া নিয়ে লেখাপড়া করতে। ইমামির তরফে কিছু দিন আগে চুক্তির খসড়া ক্লাবে পাঠানো হয়েছিল। সেটা ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব প্রাপ্ত আইনজ্ঞরা খতিয়ে দেখছেন। দেখার পর কোম্পানিকে আবার কাগজ পাঠানো হয়েছে।
মনে করা হচ্ছে জুলাইয়ের প্রথম দিকেই প্রত্যাশিত খবরটি পেতে পারেন লাল হলুদ সমর্থকরা। ১ তারিখে হয়তো সুখবর পাওয়া যাবে না। কারণ ওই দিন ইমামি কর্তার বাড়িতে অনুষ্ঠান রয়েছে। দেবব্রত সরকাররা সেখানে আমন্ত্রিত। পরের দিনগুলোতে জট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।