বিনিয়োগকারীর সঙ্গে এখনও সমঝোতা হয়নি। আপাতত থমকে রয়েছে দল গঠন প্রক্রিয়া। এরই মধ্যে শোনা যাচ্ছে রয় কৃষ্ণাকে (Roy krishna) দলে নেওয়ার দৌড়ে আর নেই লাল হলুদ শিবির।
বেশ কিছু দিন আগে শোনা গিয়েছিল রয় কৃষ্ণাকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। যদিও ফুটবল মহলের অন্য একটা অংশ দাবি করেছে রয় কৃষ্ণার কাছে ক্লাবের কোনো প্রস্তাব গিয়ে পৌঁছয়নি। বরং ফিজিয়ান তারকাকে স্রেফ বাজিয়ে দেখা হয়েছে।
নতুন পাওয়া আপডেট অনুযায়ী, রয় কৃষ্ণা এবং ইস্টবেঙ্গল সম্পর্কিত এই জল্পনার ইতি ঘটেছে। মনে করা হচ্ছে ভারতের অন্যান্য ক্লাবের সঙ্গে ফিজিয়ান তারকার যোগ থাকলেও থাকতে পারে।
ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি এবং পরে কেরালা ব্লাস্টার্সের নাম জোরালো ভাবে শোনা গিয়েছিল। রয়ের ভারতে খেলার সম্ভাবনা থাকলেও সেটা এখনও বাস্তবায়িত হয়নি। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া এবং মধ্য প্রাচ্যের ক্লাবের সঙ্গেও তাঁর যোগাযোগ ঘটেছে বলে গুঞ্জন।