আরও একটু অপেক্ষা। হীরা মন্ডলের কাছে নাকি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের এমনই বার্তা। অপেক্ষা আর কতদিনের? উত্তর অজানা৷ সূত্রের খবর, হীরা মন্ডলের কাছে নাকি আরও একটু সময় চেয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।
বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে এখনও কথা পাকা হয়নি। সেহেতু দল গঠনের কাজ থমকে রয়েছে। ক্লাব ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় যারা রয়েছেন, তাঁদের কাছে তাই এখনও গিয়ে পৌঁছয়নি চূড়ান্ত চুক্তি পত্র। ওয়েটিং লিস্টে হীরা মন্ডলও রয়েছেন।
মোহাম্মদ রফিক, সৌরভ দাসেরা ইতিমধ্যেই দল ছেড়েছেন। যোগ দিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইয়ান ফুটবল ক্লাবে। এবারের দল বদলের বাজারে বেশ কয়েকজন বাঙালি ছেলেকে দলে নিয়েছে দক্ষিণ ভারতের এই দলটি। হীরা মন্ডলকেও তারা দলে নিতে আগ্রহী বলে আগেই শোনা গিয়েছিল। চেন্নাই এনএফসি ছাড়াও বেঙ্গালুরু এফসি হীরার প্রতি আগ্রহী বলে খবর।
রফিকদের মতো হীরা মন্ডল-এর মত প্রতিভাকেও কি শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হবে ইস্টবেঙ্গল। নাকি সময়মতো চুক্তি করে তাকে ধরে রাখা যাবে ক্লাবে? উত্তর দেবে সময়।