East Bengal-Emami : ক্লাবের ৮০ শতাংশ শেয়ার চাইছে ইমামি! বিব্রত কর্তারা

ইস্টবেঙ্গল (East Bengal) ও ইমামি (Emami) জট এখনও কাটেনি। ক্লাবের কাছে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে কোম্পানির পক্ষ থেকে পাঠানো চুক্তির খসড়া। ক্লাব কর্তারা সেই কাগজ এখনও…

East Bengal-Emami

ইস্টবেঙ্গল (East Bengal) ও ইমামি (Emami) জট এখনও কাটেনি। ক্লাবের কাছে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে কোম্পানির পক্ষ থেকে পাঠানো চুক্তির খসড়া। ক্লাব কর্তারা সেই কাগজ এখনও খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে আইনজীবীদের সাহায্য নেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। কাগজে কী এমন রয়েছে যে কারণে কর্তারা সই করতে দেরি করছেন?

সূত্রের খবর, ক্লাবের ৮০ শতাংশ শেয়ার নিতে চাইছে ইমামি। সেই সঙ্গে দশজনের একটি ডিরেক্টর বোর্ড গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে কোম্পানির তরফে থাকবেন আটজন এবং ক্লাবের তরফে দু’জন। বিষয়টা কিছুটা এটিকে মোহনবাগানের মতো। শেয়ার এবং বোর্ডের এহেন শর্ত ইস্টবেঙ্গল কর্তাদের ভাবিয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে।

সই করতে সময় লাগলেও সমঝোতার রাস্তা পাওয়া যাবে বলে মনে করছে ইমামি। বিনিয়গকারীর পক্ষ থেকে আদিত্য আগরওয়াল জানিয়েছেন, “আমরা চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবকে পাঠিয়েছি। ওরা এবার আমাদের শর্তগুলি দেখে নিজেদের মতামত পাঠাবে। তারপর দু’পক্ষের আলোচনায় চূড়ান্ত চুক্তিপত্র তৈরি হলে একটা কোম্পাানি গঠন হবে।”

চূড়ান্ত সইয়ের কাজে দেরি হওয়ায় ক্লাব সমর্থকদের অনেকেই চিন্তিত। কারণ কিছু দিন আগেই ভারতের খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। দল গোছানোর এই সময়কে এখনও কাজে লাগাতে পারছে না ইস্টবেঙ্গল ক্লাব। যদিও বিনিয়োগকারী কোম্পানির দাবি, সমস্যার কিছু নেই। তবে আগরওয়াল এটাও বলেছেন , “নতুন কোম্পানি তৈরি হওয়ার আগেই যদি কোনও ফুটবলারের অর্থের ব্যাপারে কথা হয়ে থাকে, তাহলে তার দায় আমরা নেবো না।”